শিরোনাম:
●   চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা ●   ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ : সার্জেন্ট হাসান দায়িত্ব থেকে অব্যাহতি ●   গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস ●   আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড় ●   রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম ●   নবীগঞ্জে সুমি দাশ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ●   ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ●   জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ●   দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ ●   মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা ●   জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ●   চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা পালন ●   বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক ●   রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ●   রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ ●   চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল ●   কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান ●   ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ●   স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ●   ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬ ●   সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল ●   নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা
রাঙামাটি, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ : সার্জেন্ট হাসান দায়িত্ব থেকে অব্যাহতি
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ : সার্জেন্ট হাসান দায়িত্ব থেকে অব্যাহতি
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ : সার্জেন্ট হাসান দায়িত্ব থেকে অব্যাহতি

--- গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। পরিবহন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে এই অনিয়ম বন্ধ হলেও সম্প্রতি আবারও চাঁদাবাজি সক্রিয়ভাবে শুরু হয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত সার্জেন্ট হাসানকে রবিবার ১১ জানুয়ারি দুপুরে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় সাধারণ পরিবহন মালিক-শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা ট্রাফিক বিভাগের সার্বিক আচরণ ও কার্যক্রমে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ঝালকাঠি শহর ও আশপাশের সড়কে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগের অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, পার্সেল পরিবহন ৫শ, টমটম ৫শ, ইজিবাইক ৫শ, ভাড়ায় চালিত মাইক্রোবাস ৩শ, দূরপাল্লার বাস ৭০টি প্রতিটি ৫০০ ও বিভিন্ন কোম্পানির কাভার্ড ভ্যান থেকে ৫০০ ও ১০০০ নিয়মিতভাবে উক্ত টাকা মাসোয়ারা আদায় করা হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এসব খাত থেকে প্রতি মাসে লাখ লাখ টাকার বেশি অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।
অপরদিকে প্রতিদিন অন্য জেলা থেকে ঝালকাঠিতে প্রবেশকারী প্রতিটি পিকআপ ও ট্রাক থেকে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ আদায় করা হয়। শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় সকাল থেকে সন্দ্যা,রাতে কলেজ মোড়ের অতিথি কমিউনিটি সেন্টার বা ব্রাক মোড়ে চলে চাঁদাবাজির উৎসব। এসব এলাকায় যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাইয়ের নামে মামলা দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হয় অর্থ।
যদিও এর আগে অভিযুক্ত সার্জেন্ট হাসানকে অপসারণ করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, তবে অভিযোগকারীদের দাবি, চাঁদাবাজির মূল চক্র এখনও বহাল তবিয়তে সক্রিয়। বর্তমানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রহমত এই মাসোয়ারা বানিজ্যের প্রধান ব্যক্তি বলে অভিযোগ রয়েছে।
(টিআই) রহমত শহরের বিভিন্ন কোম্পানির মালের গাড়ী,সিএনজি,অটোরিক্সা,ট্যাংলড়িসহ মাসে লাখ লাখ টাকার বিট হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রহমতের সাথে যোগাযোগ করা হলে টিআই রহমত সাক্ষাৎকার দিতে রাজি না হয়ে বলেন, “মিডিয়ায় কথা বলার বিষয়ে সিনিয়র স্যারের নিষেধ আছে।”
জনগণ প্রশাসনের শীর্ষ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। একাধিক চালক বলেন, “পুলিশ মামলা না দিয়ে টাকা নেয়, না দিলে হয়রানি করে। এই রকম অন্যায় আর কতদিন চলবে?”
নাম প্রকাশে অনেচ্ছুক মাইক্রো ষ্ট্যান্ডের নেতা বলেন,ট্রাফিক সার্জেন্ট হাসান মাসের ৫ তারিখের পর প্রতিদিন ফোন করে বলতেন,এ ব্যাডা বাসায় বাজার করমু বিটের টাকা দেতে পারো।
ঝালকাঠিতে ট্রাফিক বিভাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আরও ঘনীভূত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ট্রাফিক পুলিশের সদস্য টিএসআই তুষার জেলার দপদপিয়া,রাজাপুর,কাঠালিয়াসহ আশপারে থানার বিটের টাকা তুলে নেয় ও ইউসুফ শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে বিভিন্ন কোম্পানির কাভার ভ্যান থেকে নিয়মিত মাসোয়ারা তুলে থাকেন।
অন্যদিকে সদ্য অপসারিত সার্জেন্ট হাসান শুধু মাসোয়ারা তোলা নয়, বাস টার্মিনাল ও মাইক্রোবাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতেন। এমনকি সরকারি রিকুইজিশন স্লিপও তিনি নিজেই বিক্রি করতেন, যা ভয়াবহ অনিয়মের ইঙ্গিত দেয়।
এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। ইতোমধ্যে একজনকে ক্লোজ করা হয়েছে। ভবিষ্যতে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
এমন অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষ ও ঝালকাঠি নাগরিক সমাজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও ট্রাফিক বিভাগে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, দীর্ঘ যানজট

,ঝালকাঠি :: ঝালকাঠির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের সেতু বাসন্ডা বেইলি সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার (আজ) সকালে সেতুর পশ্চিম প্রান্তে এ ফাটল চোখে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী যান চলাচলের সময় হঠাৎ সেতুর একটি অংশে ফাটল দেখা দেয়। দ্রুত খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাময়িক মেরামত কাজ শুরু করেন।

তবে তার আগেই ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে দুই প্রান্তে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

পতাক্ষদর্শীরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও অতিরিক্ত ভারী যান চলাচল সেতুটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। দ্রুত টেকসই সংস্কার ও বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় সড়কে কাটাতে হয়। জরুরি কাজে যাতায়াতকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘণ্টাব্যাপী যানজট নিরসনে কাজ করেন। একপর্যায়ে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক বিভাগ জানায়, আপাতত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে, তবে সেতুটির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুতে এর আগেও একাধিকবার ফাটল ও কাঠামোগত সমস্যার সৃষ্টি হয়েছে। বারবার অস্থায়ী সংস্কার করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত টেকসই মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

সেতুটির নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





আর্কাইভ