বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
ষ্টাফ রিপোর্টার :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রদত্ত সুযোগ সুবিধাগুলো মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হস্তান্তরিত বিভাগের সকল আহবায়ক ও কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ তিনি বলেন, এ পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে৷ তিনি বলেন, বেসরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় একদিকে যেমন জেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছেনা তেমনি অন্যদিকে মেধাবী শিক্ষার্থীর হার দিন দিন কমে যাচ্ছে৷ পর্যাপ্ত শিক্ষক বিহীন বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিকে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদানের জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন৷
বুধবার ১৮মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের জানুয়ারি ২০১৬ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন৷
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, পরিষদের নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা জেলার শূন্য পদে ডাক্তার নিয়োগের বিষয়ে তিনি পরিষদের হস্তক্ষেপ কামনা করেন৷ এছাড়া জেনারেল হাসপাতালে ৫টি কেবিন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সভাকে অবহিত করেন তিনি৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, সরকারিভাবে জেলার বিভিন্ন উপজেলা কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ও চাল সংগ্রহ এবং পার্বত্য জেলায় বিশেষ প্রকল্পের আওতায় জেলার তিনটি উপজেলায় স্ট্রবেরী চাষ ও চারা উত্পাদন কার্যক্রম চলমান রয়েছে৷
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, গত ১২মে জেলার ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এ বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়৷ এছাড়া এবারের এসএসসি পরীক্ষায় রাঙামাটি জেলা পর্যায়ে ৮৪ভাগ শিক্ষার্থী পাশ করেছে যা বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলার চাইতে বেশী৷
জেলা মত্স্য কর্মকর্তা বলেন, তিন পার্বত্য জেলায় পুকুরের মাছের রোগ নির্ণয়ের জন্য কোন যন্ত্রপাতি ফিসারী অফিসে না থাকায় পুকুরের মাছের রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছেনা ৷
এ বিষয়ে জেলা পরিষদকে একটি প্রকল্প গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি ৷
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে জেলার ১০টি উপজেলার ২০জন খামারীকে ভেড়া পালনের উপর প্রশিক্ষণ এবং ভেড়া প্রদান করা হয়েছে৷
জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে সমাজসেবা কর্তৃক প্রতিবন্ধী জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ এছাড়া ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা সঠিকভাবে প্রদান করা হচ্ছে৷
পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সভাকে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মহোদয়ের নির্দেশে হ্রদবেষ্টিত রাঙামাটির পর্যটন আকর্ষণের নিমিত্তে পর্যটনের একটি স্থানে মাছ ধরার মঞ্চ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন৷
সভায় উত্থাপিত যেসব সমস্যা ও বিষয় আলোচনা হয়েছে সেগুলো যথাযথভাবে সমাধান এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যগণ৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়