শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জে টেলিফোন এঙ্চেঞ্জ (টিএন্ডটি) তারের সাথে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অন্তত ৪০জন আহত হয়েছে৷ শুক্রবার সকাল ১১.১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে শহীদ এম. মনসুর আলী ষ্টেশনে এ ঘটনা ঘটে৷
আহত যাত্রী আবুল কালামসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১.২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এঙ্প্রেস ট্রেনটি শহীদ এম.মনসুর আলী ষ্টেশনে প্রবেশ করতে থাকে৷ ট্রেনটি ষ্টেশনে প্রবেশ মুহুর্তে রেললাইনের উপর দিয়ে টানানো টেলিফোন এঙ্চেঞ্জের তারের সাথে ট্রেনের ছাদের উপরে থাকা যাত্রীদের সাথে লেগে যায়৷ মুহুর্তে মধ্যে তারের সাথে জড়িয়ে অন্তত ৪০জন যাত্রী ছিটকে পড়ে যায়৷ এতে কেউ নিহত না হলেও অনেকের হাত-ভেঙ্গে গুরুত্বর আহত হয়েছে৷ তবে ট্রেনটি ষ্টেশনে প্রবেশকালে স্পীড কম থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি৷ আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ এদিকে, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতি করে৷ পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে তারটি কেটে দিলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়৷
সদর হাসপাতালের চিকিত্সক আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে ১৯জন আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে অনেকের হাত-পা ভেঙ্গে গেছে৷ আহতদের চিকিত্সা চলছে৷ তবে একজন প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছে বলেও তিনি জানান৷





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ