শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সিরাজগঞ্জে তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪০ যাত্রী আহত
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জে টেলিফোন এঙ্চেঞ্জ (টিএন্ডটি) তারের সাথে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অন্তত ৪০জন আহত হয়েছে৷ শুক্রবার সকাল ১১.১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে শহীদ এম. মনসুর আলী ষ্টেশনে এ ঘটনা ঘটে৷
আহত যাত্রী আবুল কালামসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১.২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এঙ্প্রেস ট্রেনটি শহীদ এম.মনসুর আলী ষ্টেশনে প্রবেশ করতে থাকে৷ ট্রেনটি ষ্টেশনে প্রবেশ মুহুর্তে রেললাইনের উপর দিয়ে টানানো টেলিফোন এঙ্চেঞ্জের তারের সাথে ট্রেনের ছাদের উপরে থাকা যাত্রীদের সাথে লেগে যায়৷ মুহুর্তে মধ্যে তারের সাথে জড়িয়ে অন্তত ৪০জন যাত্রী ছিটকে পড়ে যায়৷ এতে কেউ নিহত না হলেও অনেকের হাত-ভেঙ্গে গুরুত্বর আহত হয়েছে৷ তবে ট্রেনটি ষ্টেশনে প্রবেশকালে স্পীড কম থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি৷ আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ এদিকে, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতি করে৷ পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে তারটি কেটে দিলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়৷
সদর হাসপাতালের চিকিত্সক আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে ১৯জন আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে অনেকের হাত-পা ভেঙ্গে গেছে৷ আহতদের চিকিত্সা চলছে৷ তবে একজন প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছে বলেও তিনি জানান৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন