শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া ১নং রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের নেতা মিজান ও মো. গফুরকে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় রানিরহাট বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
হত্যার চেষ্টার এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানাতে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের কয়েকশত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা শ্রমিক নেতা মিজান ও মো. গফুরের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন শেষে প্রতিবাদ ও আলোচনা সভা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোলায়মান, ইউনিয়ন যুবদল আহবায়ক আবু মনছুর তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভপতি জসিম উদ্দিন লিটন,যুব নেতা আবুল হাশেম,মোঃ ইউনুস,ছাত্রদল আহবায়ক মোঃ আজিম,মোঃ জোবায়র,মোঃ আব্বাস,ইসলামপুর শ্রমিকদল সভাপতি ছৈয়দ কোম্পানী,মোঃ সাজ্জাদ,সাধারণ সম্পাদক মোঃ ফরিদ,মোঃ জাহাঙ্গীর,প্রমুখ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ