রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
নবীগঞ্জে জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ ডিসম্বর রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারসংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতু মিয়া। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আজ রোববার দুপুরে স্থানীয়রা জনতার বাজারের পার্শ্ববর্তী একটি কৃষিজমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের পরিবার দাবি করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নবীগঞ্জ শহরের প্রবেশমূখ তিমিরপুর-ছালামতপুর বাইপাস সড়কটি বাস্তবায়নে বিলম্ব
নবীগঞ্জ :: নবীগঞ্জে শহরের যানজট নিরসনে পৌরসীমানার প্রবেশমুখ তিমিরপুর-ছালামতপুর প্রস্তাবিত বাইপাস সড়কটি অদ্যবধি কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে শহরবাসী। নিত্যদিনের এই ভোগান্তির কারনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন মানুষজন যথাসময়ে তাদের গন্তব্যে পৌছাতে পারেন না। তাই বিড়ম্বনা থেকে রেহাই পেতে দ্রুত এই প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানাযায়,২০২৪ সালে ১২ মে নবীগঞ্জ পৌরসভার সীমান্ত তিমিরপুর থেকে ছালামতপুর সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের পুর্নগঠিত প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার টাকা । ৩ কিঃমিঃ দৈর্ঘ্য এবং ৩২ ফুট প্রস্থ এই সংযোগ সড়ক প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ছিল ১লা জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত । উক্ত কাজটি সম্পাদনের জন্য হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে ২০২৪ সালের ১২ মে তৈরিকৃত প্রাক্কলনটির ডিপিপি অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ ঢাকার আগারগাঁওয়ে প্রেরন করা হয়।
তার কিছুদিন পরই দেশের পট পরিবর্তন ও সরকার পতন হলে এই প্রকল্পটি স্থবির হয়ে পড়ে।
প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়ন এবং ১ পৌরসভা নিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষের বসবাস। প্রতিদিনই কোন না কোন কাজে নবীগঞ্জ উজেলাসহ ভৌগলিক কারনে কাছাকাছি হওয়ায় পাশ্ববর্তী বানিয়াচং ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাজারো মানুষজন নবীগঞ্জ শহরে আসতে হয়। দিনের শুরু পর বেলা এগারোটার পর থেকে বিকাল ৫ টা পর্যন্ত অধিকাংশ সময়ই নবীগঞ্জ হাসপাতাল সড়ক থেকে শেরপুর সড়কের ফুলকলি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় । আর এই যানজটটি সৃষ্টি হয় নবীগঞ্জ শহরের জুয়েল ম্যানসনের সম্মুখ হতে শেরপুর সড়কগামী মোছরটি অনেকটা সরু হওয়ার কারনে । এছাড়া এই সরু রাস্তায় অবৈধভাবে অটোরিক্সার ষ্ট্যান্ড করে দাড়িয়ে থাকার কারনে যানজট আরো তীব্র হয়।
সরেজমিন ঘুরে দেখা যায় প্রতিদিনই এই স্থানে যানজটের একই চিত্র। যার কারনে সাধারণ মানুষ রিক্সা থেকে নেমে পায়ে হেটে পথ পাড়ি দিতে হয়। কোন কোন সময় যানজটের তীব্রতার কারনে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া ও দুঃসাধ্য হয়ে পড়ে। যানজটের কারন অনুসন্ধানে দেখা যায় ঢাকা-সিলেটগামী বাইপাস মহাসড়কের কিছু বাস ও ট্রাক সর্ট রাস্তায় যাতায়াতের সুবিধা নেওয়ার জন্য নবীগঞ্জ শহরের উপর দিয়ে আসার কারনে এই যানজটটি আরো তীব্র আকার ধারন করে। বিগত সরকারের আমলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য গাজি মোহাম্মদ শাহনওয়াজ সার্বিক তৎপরতায় তৎকালীন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমদ সরেজমিন এসে বাইপাস সংযোগ সড়কটি মাপঝোক করে তা বাস্তবায়নের জন্য প্রাক্কলনটি প্রধান কার্য্যালয়ে অনুমোদনের জন্য প্রেরন করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নবীগঞ্জবাসীর মনে আশার সঞ্চার হয়েছিলো। কিন্ত কিছুদিন পরই দেশের পট পরিবর্তনের কারনে অদ্যবধি সেই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। যার কারনে যানজট নামক ভোগান্তির গেরাকলে নবীগঞ্জবাসি নিত্যদিনই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
কলেজ ছাত্রী অনিন্দিতা বলেন,নবীগঞ্জ শহরের তীব্র যানজটের কারনে আমরা প্রায়দিনই সময়মতো কলেজে পৌছাতে পারি না। অচিরেই এর একটা সমাধান দরকার।
অধ্যক্ষ নজির আহমদ ও শিক্ষক নিরুপম দেব বলেন,দীর্ঘদিন ধরে আমরা নবীগঞ্জবাসি শহরে যানজটের সম্মুখীন হচ্ছি। তাই বাইপাস সংযোগ সড়কটি খুব দ্রুত বাস্তবায়ন হলে আমরা যানজট মুক্ত শহরে সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, এই প্রস্তাবিত প্রকল্পটির প্রাক্কলন পুনরায় যাচাই বাছাই করে আমরা প্রধান কার্য্যালয়ে প্রেরণ করেছি। আগামী মাসেই তা বাস্তবায়নের জন্য অনুমতি পাওয়ার কথা রয়েছে ।
নবীগঞ্জে খাস জমি উদ্ধারে প্রশাসনের অভিযান
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বুরহানপুর মৌজা (জেএল নং–৪৭) বুরহানপুর গ্রামে সরকারি খাস জমিতে অবৈধ দালান নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৩ ডিসেম্বর ) দুপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানকালে ১ নং খাস খতিয়ানের ৪৯৮ নং দাগে অবস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দালান নির্মাণের কাজ চলমান অবস্থায় পরিলক্ষিত হয়, যা উক্ত আইনের ধারা ১১ এর স্পষ্ট লঙ্ঘন। পরে সংশ্লিষ্ট আইনের ধারা ১৪ অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এ সময় প্রায় ১৮ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করে বাংলাদেশ সরকার পক্ষে মাননীয় জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর প্রতিনিধিত্বে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ দালান নির্মাণকারীদের আগেই একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তারা সরকারি নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে অর্থদণ্ড কিংবা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম জানিয়েছেন, সরকারি খাস জমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি