শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং এই ঘটনাকে গুরুতর অশনিসংকেত হিসাবে উল্লেখ করেন।তিনি অনতিবিলম্বে হাদীর উপর হামলাকারি সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। তিনি এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সামনে জমে থাকা কালো মেঘ আপাতত কেটেছে। আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যে অনিশ্চিয়তা ছিল দৃশ্যত তারও অবসান ঘটেছে। তিনি বলেন, দেশের জনগণের বিপুল প্রত্যাশার এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক উত্তরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন করা যাবে কিনা সেটা নির্ভর প্রধানত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। সরকার যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিতে পারে।তাহলে ভালো নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে এই নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ এবং আশংকা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা, সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘঠিত হচ্ছে তা রীতিমত আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতিরই প্রমান। কোন কোন এলাকায় অবৈধ আগ্নেয়াশ্রের মহড়া চলেছে, গোলাগুলির মত ঘটনাও ঘটে চলেছে ।
তিনি বলেন,অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বপূর্ণ বাধা হলো কালো টাকার খেলা । আগে যে মনোনয়ন পত্রের জামানত ছিল কুড়ি হাজার টাকা, সেটা বাড়িয়ে এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে, আর নির্বাচনী ব্যয় যেখানে পঁচিশ লক্ষ টাকা নির্ধিরিত করা ছিল সেটাও বাড়িয়ে যা করা হয়েছে তাতে আগামীতে সৎ এবং দেশপ্রেমিক মানুষের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থা চলতে দিলে অতীতের মত আগামী জাতীয় সংসদ কালো টাকার মালিক, ব্যবসায়ী আর রাজনৈতিক - অর্থনৈতিক মাফিয়াদের ক্লাবে পরিনত হবে।এটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও রাজনৈতিক দলসমূহের বিরাট পরাজয়।
তিনি নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশান, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানী, জবরদস্তি, জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সে নির্বাচন ও গণভোটকে কোনভাবে বিতর্কিত করা যাবেনা,ঝুঁকির মধ্যে ফেলা যাবেনা।অতীতের মত আগামী নির্বাচনও যদি বিতর্কিত হয় তাহলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে, দেশে বিদেশে সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
আজ বিকালে নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির কর্মী ও শুভার্থী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান