রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস -২০২৫ ইংরেজি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা রবিবার ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শিবলী শফিুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাশেল সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুচয়ন চৌধুরী, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল খালেক, উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম , বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আমির খসরু, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, উপজেলা নির্বাচন অফিসার ভুপতি রঞ্জন চাকমা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা জণ স্বাস্থ্য সহকারী প্রকৌশলী জিনি চাকমা, সাংবাদিক মো. ওমর ফারুক, সাংবাদিক মো. জয়নাল আবেদীন, কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাঙ্গীর, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ দাস, কলমপতি ইউনিয়ন পরিষদ প্রতিনিধি মো. আলী আকবর , মাওলানা মো. জহিরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিগন এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।





ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি