শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে একাধিক টিম পৃথক অভিযান চালায়। ওসি’র নির্দেশনায় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন যৌথভাবে পৌরসভার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামি আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫), মৃত আবু সিদ্দিকের ছেলে আলিফ জাহান পার্থ (২০) ও নূরুন নবীর ছেলে নূর হামীম রুশো (২০)কে গ্রেফতার করে।
অপরদিকে, এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলার আসামি চর শিহারী গ্রামের নূর ইসলামের ছেলে রাফি ইসলাম (২১)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এছাড়া এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে আরও একটি অভিযানে মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের গেন্দু লাল রবি দাসের ছেলে রোপন রবি দাস (২৮) এবং বাশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের ছেলে কাজল মিয়া (২১)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা