শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জমে উঠেছে ছুরি চাপাতির ব্যবসা
বিশ্বনাথে জমে উঠেছে ছুরি চাপাতির ব্যবসা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: আগামী মঙ্গলবার ঈদুল আযহা৷ ইতিমেধ্য যারা কোরবানির পশু ক্রয় করেছেন তারা ছুরি-চাপাতি ক্রয় করতে শুরম্ন করেছেন৷ উপজেলার বিভিন্ন বাজারে পশুর হাটের পাশাপাশি ছুরি-চাতির ব্যবসা জমে উঠছে৷ এই ঈদের প্রধান অনুষঙ্গ হলো পশু কোরবানি৷ আর এ জন্য আগে থেকেই নিয়ে রাখতে হয় বেশ কিছু প্রস্তুতি৷ কোরবানির পশুর চামড়া ছাড়ানো আর মাংশ কাটার জন্য আগে থেকে কিছু প্রস্তুতি নেয়া জরুরী৷ কোরবানির জন্য হাতের কাছে রাখতে হয়ুদাঁও, বঁটি, ছুরি, চাপাতি, কাঠের বড় টুকরা (সিলেটী ভাষায় গর্দা) ইত্যাদি৷
কোরবানির ঈদ আসলে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় এসব সরঞ্জাম পাওয়া যায়৷ মৌসুমি ব্যবসায়ীরা ফুটপাতে পসরা সাজিয়ে গরম্ন কাটার উপকরণ বিক্রি করতে দেখা যায়৷ উপজেলা সদরের পুরান বাজারের গড়ে ওঠেছে ছুরি-বঁটি-চাপাতি’র বেশ কয়েকটি দোকান৷ এছাড়া উপজেলা সদরের বাহিরে বিভিন্ন হাট-বাজারেও পাওয়া যাচ্ছে কোরবানির পশুর মাংশ কাটার এসব উপকরণ৷
গতকাল শনিবার দুপুরে উপজেলার সদরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, প্রত্যেক দোকানে দামদর প্রায় একই৷ এসব দোকানে পশু জবাইয়ের জন্য বড় আকৃতির ছুরি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১৩শত টাকায়৷ মাঝারি আকৃতির ছুরির দাম ৫০০ থেকে ৮শত টাক৷ চামড়া ছাড়ানোর জন্য ছোট আকৃতির ছুরির দাম ৫০ থেকে ১৫০ টাকা৷
কামারের দোকানগুলোতে চাপাতি বিক্রি হচ্ছে মানের ভিত্তিতে ৭০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যনত্ম৷ আকারভেদে বঁটি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়৷ বিভিন্ন মাপের পশু জবাই করার ছুরি মিলছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়, চামড়া ছোলার ছুরি ২০০ টাকা আর সাধারণটি ৩০ টাকা থেকে ১০০ টাকা৷ হাড় কাটার জন্য চায়নিজ কুড়াল ৪০০ থেকে ৭০০ টাকা ও বাংলাদেশি কুড়াল ৩০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই