শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের চৈক্ষ্যং খালের ভাঙ্গন: বিলীন হচ্ছে বসতবাড়ি খেত-খামার
আলীকদমের চৈক্ষ্যং খালের ভাঙ্গন: বিলীন হচ্ছে বসতবাড়ি খেত-খামার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মিঃ) বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে একেরপর এক ঘরবাড়ি৷ তলিয়ে যাচ্ছে ফসলি জমি ও খেত-খামার৷ গৃহ হারা হয়ে মানবেতর জীবন যাপন শত শত মানুষ৷ প্রতিবর্ষা মৌসুমে খালের ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা৷ ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে খালের ভাঙ্গনের চিত্র সরেজমিন পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা ৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদ আহামদ, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ, সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ৷
সরেজিমন জানা গেছে, বিগত কয়েকবছর ধরে প্রতিবর্ষা মৌসুমে চৈক্ষ্যং খালের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে৷ শত শত পাহাড়ি ছড়া ও ঝর্ণার সমন্বয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট চৈক্ষ্যং খাল৷ বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে তীব্রতা বৃদ্ধি পায় এ খালের৷
উপজেলার ছাবের মিয়া পাড়ার বাসিন্দা ও আ.লীগ নেতা ফরিদ আহামদ সর্দার জানান, গত কয়েকবছর ধরেই চৈক্ষং খালের ভাঙ্গনের তীব্রতায় বিলীন হচ্ছে ঘরবাড়ি৷ চলতি বর্ষায় খালের তীর ভাঙ্গনে তার বাড়িভিটাও গ্রাস হতে চলেছে৷
তিনি জানান, ইতোমধ্যে ছাবের মিয়া পাড়া ও সোনা মিয়া সর্দার পাড়া এলাকার নুর হোসেন, হাবিব নুর, বদর মিয়া, মনির আহামদ, বিধবা গুলবাহার বেগম, মাস্টার নুর হোসেন ও শাহ আলমসহ আরো বাড়ি খাল ভাঙ্গনে বিলীন হয়ে গেছে৷ ঝুঁকির মধ্যে রয়েছে ফরিদ সর্দার, বদি আলম ও সৈয়দ আলমসহ খাল তীরবর্তী লোকজনের বাড়িঘর৷ স্থানীয় বাসিন্দা হাবিব নুর বলেন, খাল ভাঙ্গনরোধে সরকারি বড় ধরণের একটি প্রকল্প গ্রহণ জরুরী৷
যাদের বাড়ি-ঘর খালগর্ভে বিলীন হয়েছে ভিটেহারা হয়ে নিঃস্ব ও মানবেতর জীবনযাপন করছে৷ কয়েকজন অন্যের আশ্রিত হয়ে থাকলেও কয়েকজনের অবস্থায় শোচনীয়৷
সরজমিন পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা বলেন, চৈক্ষ্যং খালের ভাঙ্গনের চিত্র সম্পর্কে আমি আগে থেকে ওয়াকিবহাল৷ খালের ভাঙ্গনে স্থানীয়দের বাড়িঘর বিলীন হওয়া সম্পর্কে জেনেছি৷ জেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করবো৷ আগামীতে এ খালের ভাঙ্গনরোধে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করার চেষ্টা করা হবে৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়