শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বাজেয়াপ্ত হচ্ছে খোকার গাজীপুরের জমি
বাজেয়াপ্ত হচ্ছে খোকার গাজীপুরের জমি

গাজীপুর জেলা প্রতিনিধি :: ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের কালিয়াকৈরের জমি বাজেয়াপ্তের কাজ প্রক্রিয়াধীন বলে জানা গেছে৷
কালিয়াকৈরের জানেরচালা, বাঁশতলী, কালিয়াদহ, তালতলী, বাগাম্বর, কাচারস মৌজায় খোকার যৌথ মালিকানায় প্রায় ৮৩ একর (২৪৯ বিঘা) জমি রয়েছে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে৷
সূত্র জানায়, খোকা ২০০৩ সালে কালিয়াকৈরের শ্রীফলতলী ভূমি অফিসের আওতাধীন জানেরচালা মৌজায় ৪২ শতক, সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, বাগাম্বর মৌজায় বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজের নামে ৭৪ এক জমি রয়েছে৷ যার এমডি ইসমতারা বেগম৷
অপরদিকে, সাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন উত্তর বক্তারপুর এলাকায় তার প্রায় সাত একর জমি রয়েছে৷
কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নামে কালিয়াকৈরের কয়েকটি মৌজায় বেশ কিছু জমি রয়েছে৷ তবে আদালতের রায়ের কোনো আদেশ এখনো তার কাছে আসেনি বিধায় কোন কোন মৌজায় কোন দাগে ওই সব জমি রয়েছে, তা বলা যাচ্ছে না৷
গাজীপুরের জেলা প্রশাসক এমএম আলম ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কালিয়াকৈরের বিভিন্ন মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্তের কাজ প্রক্রিয়াধীন৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ