শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ
প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ

চাটমোহর প্রতিনিধি :: বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তন কারী, বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধকারী সুলেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোটিশ প্রদান করেছে চাটমোহর উপজেলা ভূমি প্রশাসন৷ চাটমোহরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো গত ২০ সেপ্টেম্বর সহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস পরিদর্শন করেন৷ জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অবৈধ দখলদারদের ৭ দিনের সময় দিয়ে স্থাপনাসহ অন্যান্য জিনিষপত্র নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে৷ এসময়ের মধ্যে তারা স্থাপনা সড়িয়ে না নিলে আইনগত ভাবে তাদের সেখান থেকে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে৷
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাসে দীর্ঘ দিন যাবত প্রায় ১৬ টি পরিবার অবৈধ ভাবে দখলে রেখেছে৷ তারা বিখ্যাত এ লেখকের স্মৃতি চিহ্ন গুলো ধ্বংস করছে৷ লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী৷ তারা দীর্ঘ দিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে৷
লেখকের এ পৈত্রিক নিবাস অতি সত্ত্বর অবৈধ দখলমুক্ত করতে গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদন পত্র দাখিল করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মমিন সরকারেএরই ধারাবাহিকতায় প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস অবৈধ দখলদারমুক্ত করতে প্রশাসন দখলদারদের বিরুদ্ধে এ পদক্ষেপ।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান