শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে উন্নয়ন ও মেধা বিকাশ দিনদিন বৃদ্ধি পাচ্ছে
রাউজানে উন্নয়ন ও মেধা বিকাশ দিনদিন বৃদ্ধি পাচ্ছে
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (৯ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মিঃ) চট্টগ্রাম এর রাউজান একটি সুনাম ধন্য স্থান, এই রাউজানে ছিল নাম করা কিছু ব্যক্তিত্ব, যারা রাউজানের উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে মেধা-বিকাশের ব্যাপক ভুমিকা রেখে গেছেন।
সেই প্রখ্যাত ব্যক্তিত্বদের নামে রয়েছে রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু মাঝা-মাঝি সময়ে রাউজানের ছেলে মেয়েদের পড়া লেখা তথা রাউজানের উন্নয়নের প্রতি মনোযোগে ভাটা পড়ে। সেই কঠিন সময়ে রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার সাথে সাথে রাউজানের শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করতে শুরু করেন। রাউজানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের জন্য তিনি রাত-দিন পরিশ্রম করে করছেন ।
গ্রাম থেকে শহরে গিয়ে পড়া-লেখা করা অনেক কষ্টকর ও ব্যয়সাধ্য ব্যাপার । তাই রাউজানের ছেলেমেয়েরা যাতে ঘরে বসে অল্প খরচে সঠিক লেখাপড়া করতে পারে, সেই চিন্তা থেকে রাউজানে স্বনামধন্য তিন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছেন। এই প্রতিষ্ঠান গুলো হলো, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ । এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো দেশের বিভিন্ন শহরের নামকরা প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মতোই স্বনামধন্য এবং বিশ্ববিদ্যালেয়র সাথে পাল্লা দিয়ে দিন দিন শিক্ষার মান এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান ৮৫% এর উপরে রেখেছেন রাউজানের শিক্ষার মান। এসব বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষা অর্জন নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে অাছেন। যারা বর্তামানে সচিব, ব্যাংক এর ম্যানজার, সাংবাদিক, একভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও বিদেশে চাকুরীতে আছেন।
যাদের নিয়ে রাউজানের মানুষ গর্ব করে, যাদের জন্য রাউজান ইতিহাস খ্যাত সেই ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, রাউজান নোয়াপাড়া গ্রামের মাস্টারদা সূর্য সেন, কর্মবীরদের সেই সময়ে মানবসেবায় দানবীর, বিদ্যানুরাগী সমাজ উন্নয়নে অবদান রেখে স্মরনীয় হয়ে আছেন রাউজানের সুলতানপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস চর্চায় যার অবদান রাউজান নওয়াজিশপুর গ্রামে আবদুল হক চৌধুরী। এখনো রাউজানের বুকে জীবন্ত কিংবদন্তী,যার ছড়া আর কবিতা নিয়ে ব্যাপক সারা জাগে, তিনি হলেন রাউজানের কৃতি সন্তান ছড়াকার কবি সুকুমার বড়ুয়া। তবে রাউজানের এই কবি বলেন, সমাজ উন্নয়নে বিগত বীরদের মতো আরো একজন রাউজানের ইতিহাসের প্রতিটি স্থানে নিজের নাম রেখে যাচ্ছেন। যার উন্নয়নে বদলে যাচ্ছে রাউজান এবং রাউজানের বীরদের বিখ্যাত ও জীবন্ত তথা গর্বিত করে রেখেছেন তিনি হলেন রাউজানের সংসদ এবিম ফজলে করিম চৌধুরী। যিনি চিন্তা, চেতনা ও সাধনা করেন রাউজানের সকল মানুষের কল্যাণের জন্য। দেশ, সমাজ ও শিক্ষার উন্নয়নেও তিনি সমানতালে ভুমিকা রাখছেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত