বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত
গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ) ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ উদযাপিত হয়েছে৷
২৮ সেপ্টেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়৷
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম র্যালিটি উদ্বোধন করেন৷
এসময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সকল দেশে এখনও তথ্য অধিকার আইন পাশ হয়নি৷ সেদিক থেকে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে৷ সরকার তার জবাবদিহিতা ও স্বচ্ছতার চর্চা করছে৷
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য চাওয়ার বিশেষ করে সঠিক তথ্য চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে৷ অযথা হয়রানি না করার জন্য অনুরোধ জানান তিনি৷
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, সনাক সভাপতি অধ্যাপক আয়েশ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক এম. এ. বারী, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ শহীদ উল্যাসহ অন্যান্য সনাক সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসের সদস্যবৃন্দ৷
দিনব্যাপি দিবসটি উদযাপনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কাজী আজিমউদ্দিন কলেজে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র প্রদর্শনী, ভিডিও ড্রামা প্রজেকশন, দুর্নীতিবিরোধী গণনাট্য প্রদর্শন, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা৷





গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন