বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » কাউখালীতে সার্বজনীন গীতা মন্দিরের ভবনের উদ্বোধন
কাউখালীতে সার্বজনীন গীতা মন্দিরের ভবনের উদ্বোধন

কাউখালী (রাঙামাটি)  প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পোয়া পাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন গীতা মন্দিরের নব নির্মিত গীতা পাঠ ভবনের উদ্ভোধনী উপলক্ষে বৃহসপতিবার বিকাল ৩ টায় নতুন ভবনের নাম ফলক উম্মোচন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
গীতা পাঠ ভবনের উদ্ভোধনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী শ্রী শ্রী গীতা মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি টুন্টু লাল দে ৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতি মন্ত্রি দিপংকর তালুকদার৷
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী৷কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী৷ ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা৷ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক এরশাদ সরকার প্রমূখ৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন পালিত৷ পূজাউদযাপন পরিষদের সাংঘঠনিক সম্পাদক বিকাশ কান্তি দাশ৷ কাউখালী শ্রী শ্রী গীতা মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিন্টু কান্তি দে৷ মাষ্টার প্রকাশ কান্তি দাশ ও স্বপন সাহা৷ আলোচনা সভায় বক্তারা বলেন হিন্দু ধর্ম একটি সনাতন ধর্ম যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের এই ধর্ম পালন করে আসছেন, তা ছাড়া কাউখালী শ্রী শ্রী গীতা মন্দিরের নতুন এই গীতাপাঠ ভবন হিন্দু সম্প্রদায়ের গীতা পাঠ করার জন্য উপযুক্ত স্থান হয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে এই আশাবাদ ব্য্ক্ত করেন৷
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শারদীয়া দুর্গাত্সব উপলক্ষে দুর্গা পূজামন্ডপ
ঘুরে দেখেন৷
আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৪.৩২ মিঃ

      
      
      



    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন    
    নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন    
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন    
    কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা    
    ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা    
    গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা    
    ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত    
    রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন    
    ১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি    
    হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত