বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ
গাজীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৫ উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর সামনে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ৷
এবারের শ্লোগান ছিল “চালক-মালিক, যাত্রী-পথচারী ভাইভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই”৷
উক্ত সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও পাক্ষিক সচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার মো. ইসমাইল হোসেন মিয়া, বিশেষ অতিথি নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি ও গাজীপুর জর্জ কোর্টের এড. মো. লাবীব উদ্দিন, সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার প্রকাশক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপদেষ্টা কবি আবু নাসির খান তপন, সহ-সম্পাদক ও গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মো. রোমান শাহ আলম, স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক আবদুল মালেক, লায়ন মো. আবদুল মাজিদ খান ভান্ডারী, প্রিন্সিপাল হুমায়ুন কবির প্রমূখ ৷
সমাবেশে উপস্থিত ছিলেন ৭১ টিভির সাংবাদিক মো. ইকবাল আহমেদ সরকার, আর টিভির সাংবাদিক মো. আজাহার হোসেন, জি টিভির সাংবাদিক মো. আবদুল্লাহ আল মামুন, সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক মো. জানে আলম, দৈনিক নওরোজ পত্রিকার সহ-সম্পাদক মো. বায়েজীদ হোসেন, সাপ্তাহিক সচিত্র ঘটনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো, মকবুল হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, সাংবাদিক ইলিয়াস হোসেন আপন, সাংবাদিক আফজাল হোসেন প্রমূখ ৷
আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ৩.১৭ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা