বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভূমি কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও
খাগড়াছড়িতে ভূমি কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও করেছে হরতাল সমর্থকরা। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা শহরের মাস্টারপাড়াস্থ কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এসে ঘেরাও কর্মসূচি পালন করে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ঘেরাও করা হয়। তখন কার্যালয়ের সামনের সড়কে টায়ার জ্বালাতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাঈন উদ্দিন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালীদের বিতাড়িত করতে পার্বত্য চট্টগ্রাম ভ‚মি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী করেছে। এটি পাহাড়ের সশস্ত্র গ্রুপের দাবীর মুখে করেছে সরকার। অবিলম্বে বিতর্কিত এ সংশোধনী বাতিলসহ আলুটিলায় বিশেষ পর্যটন জোন স্থাপনের জোর দাবী জানান বক্তারা।
এরআগে বেলা ১১টার দিকে জেলা সদরের রাজ্যমনি পাড়া এলাকায় দুইটি থ্রী হুইলার ভাংচুর করে পিকেটাররা। এসময় এলাকাবাসীদের সাথে পিকেটারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জেলা শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার, কলেজ গেট, বাস টার্মিনালসহ শহরতলী ও উপজেলা গুলোতে পিকেটাররা অবস্থান নিয়ে সর্বাত্মক হরতাল পালন করছে। বিশেষ বিশেষ দপ্তর ও পয়েন্টগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী