সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » একজন অসহায় দিনমজুরকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন
একজন অসহায় দিনমজুরকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন
মো. আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৯কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৭মি.) সিলেটের বিশ্বনাথে একজন হতদরিদ্র অসহায় দিনমজুর কবির মিয়া৷ বর্তমানে তিনি গলায় মারাত্মক রোগে আক্রান্ত ৷ চিকিত্সকরা জানিয়েছেন অসহায় কবির মিয়াকে বাঁচাতে হলে তার গলায় দ্রম্নত অপারেশন সম্পন্ন করতে হবে৷ আর অপারেশনের জন্য প্রয়োজন মাত্র ৮০ হাজার টাকা৷ কিন্তু হাতে নেই একটি টাকাও৷ এমনকি নেই এক টুকরো বসতভিটাও৷ রেলওয়ের সরকারী জায়গায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন তিনি৷ কবির মিয়া বাঁচতে চান৷ তার জীবনের সাথে জড়িয়ে আছে পরিবারের আরো ৪ জন সদস্যের জীবন-জীবিকা৷ কবির মিয়ার বিশ্বাস তার এই ফরিয়াদ প্রবাসী ও বিত্তবানদের কাছে পৌঁছলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন৷ জানিনা তার এই ফরিয়াদ আমরা কয়জনের কাছে পৌছাতে পারব কিংবা আমাদের এই আবেদন কয়জনের হৃদয়ে নাড়া দিতে পারবে৷ দারুন অসহায় কবির মিয়া যখন সমাজের হৃদয়বান বৃত্তবানদেরকে কেন্দ্র করে আগামীদিনে তার বেঁচে থাকার স্বপ্নের জাল বুনছে তখন আমরাও অতীতের ন্যায় আরো বেশী আত্নবিশ্বাসী হয়ে তার জন্য আপনাদের দরজায় কড়া নাড়ছি৷
কারণ ইতিমধ্যে মানবিক সাহায্যের ক্ষেত্রে আমরা শিক্ষক লিয়াকত আলী, মাদ্রাসার ছাত্রী রাশেদা, স্কুল ছাত্রী মাছুমা, কলেজ ছাত্রী রোজিনা, শিশু রাব্বী, শিশু হানিফা, বিধবা ছায়া বেগম সহ যে কয়টি সাফল্যের গল্প রচনা করেছি তাতে সকলেরই কৃতিত্ব রয়েছে৷
জানাগেছে, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের মৃত চান মিয়ার পুত্র কবির আলী (৩৫) পেশায় একজন দিনমজুর৷ অন্যের বাড়িতে কাজ করে চলে তার সংসার৷ অভাবের তারণায় নিজ বাড়ির ভিটে বিক্রি করে আশ্রয় নিয়েছেন বাড়ির পাশ্ববতর্ী রেলওয়ের সরকারী একটি জায়গায়৷ সেখানেই কয়েক বছর যাবত্ কুড়েঘর বানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন৷ অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে যা উপার্জন করতেন তা দিয়েই স্ত্রী, ২পুত্র ও ২ কন্যাকে নিয়ে কোন মতে চলছিলো তাদের সংসার৷ প্রায় ২ বছর পূর্বে কবির মিয়ার গলায় মাছের কাটা লাগে৷ সেই কাটা সাড়াতে তিনি প্রাথমিকভাবে বিভিন্ন চিকিত্সা করান৷ কিনত্ম তাতে কোন ফল হয়নি৷ ধীরে ধীরে তার গলায় সমস্যা বাড়তে থাকলে তিনি সিলেটের বিভিন্ন চিকিত্সকের স্বরনাপন্ন হন৷ পর্যায়ক্রমে সিলেটের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ হারুনুর রশীদ, ডাঃ এ কে এম হাফিজ, ডাঃ মোজাম্মেল হক ফারুক, অধ্যাপক ডাঃ শামীম আনোয়ারুল হক এর কাছ থেকেও চিকিত্সা গ্রহন করেন তিনি৷ কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন ঔষধ সেবনে এই রোগের স্থায়ী কোন সমাধান সম্ভব নয়৷ তাই দ্রুত অপারেশন ছাড়া আর কোন বিকল্প পথ নেই৷ অন্যতায় আরো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কবির মিয়ার৷ চিকিত্সকরা জানিয়েছেন তার অপারেশন সহ প্রয়োজনীয় ঔষধের জন্য প্রাথমিক পর্যায়ে অনত্মত ৮০ হাজার টাকা প্রয়োজন৷ কিন্তু দিনমজুর কবির মিয়ার হাতে নেই একটি টাকাও৷
অসহায় কবির মিয়া জানান, এতোদিন তিনি এলাকার বিভিন্ন লোকজনদের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিত্সা চালিয়েছেন৷
কিন্তু তার পক্ষে এখন চিকিত্সা করানো তো দূরের কথা পরিবারের সদস্যদের মুখে খাবারও তুলে দেওয়ার ক্ষমতা নেই তার৷ তাই স্ত্রী ও ছোট্র ৪টি সন্তানকে নিয়ে প্রচন্ড ক্ষুধার সাথে যুদ্ধ করে এখন বেঁচে থাকতে হচ্ছে৷ দিন দিন রোগ বৃদ্ধি পাওয়ার কারণে তার পৰে এখন দিনমজুরের কাজ করাও সম্ভব হচ্ছে না৷ ফলে অনাহারে অর্ধহারে কাটছে পরিবারের৷
এছাড়া কবির মিয়ার কোন সম্বল নেই যা দিয়ে চিকিত্সার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান হবে৷ এমনকি নিজের এক টুকরো বসতভিটাও নেই৷ সরকারী জায়গায় বসবাস করে আসছেন৷ কবির মিয়া আজ দারিদ্রতার সাথে যুদ্ধ করে অনেকটা ক্লান্ত৷ আর তাই নিরুপায় হয়ে তিনি বিশ্বনাথের সংবাদকর্মীদের স্বরনাপন্ন হয়েছেন৷
বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের আবেদন চেয়েছেন৷ তার বিশ্বাস তার এই ফরিয়াদ প্রবাসী ও বিত্তবানদের কাছে পৌছলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন৷ জানিনা তার এই ফরিয়াদ আমরা কয়জনের কাছে পৌছাতে পারব কিংবা আমাদের এই আবেদন কয়জনের হৃদয়ে নাড়া দিতে পারবে জানিনা৷
অসহায় কবির মিয়া আগামীদিনে তার বেঁচে থাকার আকুতি জানিয়েছেন৷ মানুষ মানুষেরই জন্য, আর জীবন জীবনেরই জন্য৷ তাই সমাজের একজন হতদরিদ্র দিনমজুর কবির মিয়া তথা একটি অসহায় পরিবারকে বাঁচাতে প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি৷ কবির মিয়াকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৩১৯২৭২৭০ (কবির মিয়া), ০১৭১৭৬৮২৬৫৫/ ০১৭১৬৫৬৩৭৫৯ (বিশ্বনাথ প্রেসক্লাব), একাউন্ট: কবির মিয়া, একাউন্ট নাম্বার ৫৫৭৪১, পুবালী ব্যাংক লিঃ৷





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী