সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে আ’লীগ নেতা-নেত্রীদের অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়
সিরাজগঞ্জে আ’লীগ নেতা-নেত্রীদের অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উল আলম শরিফ, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা রিপন ও রায়গঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী রাশেদা সুলতানা’র কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। চলছে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা।
Rasheda Sultana নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে ২৬ অক্টোবর থেকে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উল আলম শরিফ ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা রিপন এবং রায়গঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী রাশেদা সুলতানা’র কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে প্রচার হচ্ছে।
এ নিয়ে সিরাজগঞ্জসহ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
সাথে ঝড় বইছে এক সাথে রাত্রীযাপন নিয়ে। কেন তারা এক সাথে স্বামী-স্ত্রী না হয়ে এক সাথে রাত্রীযাপন করছে ?
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি রাশেদা সুলতানা মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, শরিফ ও রিপন ভাইয়ের সাথে ঢাকায় আওয়ামীলীগের জাতীয় সন্মেলনে গিয়ে তাদের এক আত্বীয়র বাড়িতে এক রুমে যাত্রী যাপন করেছি। ওই সময়ে আমার মোবাইলে তোলা কিছু ছবি অন্য কেউ নিয়ে আমার নামে ভূয়া আইডি তৈরী করে তা ফেসবুকে ছেড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র। ভাই-বোন হিসাবে আমিতো তাদের সাথে রাত্রীযাপন করতেই পারি!
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য’র ষড়যন্ত্র দাবী করে সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা রিপন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ঢাকায় যুবলীগ নেত্রী রাশেদা সুলতানা’র সাথে অনৈতিক কাজ করা হয়নি।
সম্প্রতি আমি সংসদ সদস্য’র বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছিলাম। তাই প্রতিশোধ নেয়ার জন্য ষড়যন্ত্র করে সংসদ সদস্য তার ঘনিষ্ঠজন রাশেদাকে দিয়ে আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে জানাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উল আলম শরিফের ব্যবহৃত মোবাইলে বারংবার কল করা হলেও মোবাইলটি কলফরোর্য়াড করে রাখায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাশেদা সুলতানা নামে ফেসবুক আইডির সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ম,ম আমজাদ হোসেন মিলন।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ