বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » দুর্নীতি, অস্বচ্ছতা দুর করে ভূমিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি: ভূমি মন্ত্রী
দুর্নীতি, অস্বচ্ছতা দুর করে ভূমিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি: ভূমি মন্ত্রী

ঢাকা প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ার যুগোপযোগী উদ্যোগ নিয়েছে সরকার৷ তিনি বলেন, দুর্নীতি ও অস্বচ্ছতাকে দুর করে একটি আলোকিত পরিবেশ গড়ে তুলতেই ভূমিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি আমরা৷
২ নভেম্বর বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহের অটোমেশনের বিষয়ে কারিগরী ও প্রশিক্ষণগত সহায়তা প্রদানের লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড ও এ-টু-আই এর মধ্যে এমওইউ সমঝোতা স্বাক্ষর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন৷
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ভূমি বিষয়ক সাধারণ মানুষের ভোগান্তি দুর করার জন্যই এ সমঝোতা চুক্তির আয়োজন৷ তিনি এর আয়োজকদের ধন্যবাদ জানান৷ মন্ত্রী বলেন, ভূমিকম্প ছাড়া ভূমি নড়ে না৷ তবে অনেকে অন্যায় উপায়ে একজনের মালিকানা জমি অন্যজনের নামে নিচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসকল জটিলতা নিরসনে এক যুগানত্মকারী পদক্ষেপ নিয়েছেন৷ আধুনিক উপায়ে ভূমির মালিকানা প্রতিষ্ঠা করা৷ তিনি বলেন, এতদিন আইনের সঠিক ব্যবহার না করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনকে ব্যবহার করার ফলে ভূমির সঠিক সেবা মূল্যায়িত হয়নি৷ এ সমঝোতা স্মারক চুক্তিকে একটি ঐতিহাসিক উদ্যোগ অভিমত ব্যক্ত করে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সহজীকরণের জন্যই সরকারের এ উদ্যোগ৷ তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিক থাকার আহ্বান জানান৷ দেশব্যাপী সকলক্ষেত্রে ডিজিটালাইজেশন কাজের সফল উদ্যোক্তা হিসেবে তিনি সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন৷
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর দপ্তরের এ-টু-আই এর প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়৷ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন৷
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহ এটুআই ও আইসিটি বিভাগকে সম্পৃক্ত করে ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক-(এলআইএসএফ) ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্ভাবিত ভূমি সেবাকেন্দ্রিক সফটওয়্যারটি দেশব্যাপী ভূমি অফিসগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য এ সমঝোতা স্মারকটির উদ্বোধন হলো৷
ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে ভূমি মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান রয়েছে৷ এসব প্রকল্পের আওতায় বিদ্যমান স্বত্বলিপি, খতিয়ান, রেকর্ড ও মৌজাম্যাপসমূহ স্ক্যানিং ও আর্কাইভিং এর কাজ করা হচ্ছে৷ একই সাথে এ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন সার্ভার, কম্পিউটার, প্রিন্টিং প্রেস সংস্থাপনের কাজ চলছে৷ মিউটেশন প্রক্রিয়াকে সহজীকরণের জন্য এসিল্যান্ড অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও জরিপ অফিসকে অনলাইনে সংযুক্ত করে সমন্বিত করে যশোরের মনিরামপুরে একটি পাইলট প্রকল্প বাসত্মবায়ন করা হয়েছে৷ ভূমি আপীল সম্পর্কিত কার্যক্রম ওয়েব বেইজড করা হয়েছে৷ ওয়েব পোর্টালের মাধ্যমে সেবা প্রার্থীরা মামলার অবস্থা, কার্যক্রম পরবর্তী তারিখ জেনে নিতে পারছেন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা