বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে
নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে
সিলেট প্রতিনিধি:: কুশিয়ারা-সুরমার ভয়াবহ নদী ভাঙ্গনের শিকার জকিগঞ্জের নদী তীরবর্তী মানুষ। ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সিলেট ৫ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। ৯ নভেম্বর বুধবার সকাল ১১ টায় তিনি জকিগঞ্জের বারহাল ইউপির সুরমা তীরবর্তী চক কোনাগ্রামে নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শনকালে এলাকার শত শত লোকজন ভাঙ্গন রোধের দাবী জানায়। এ সময় এলাকাবাসী বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি জানান, ইতিমধ্যে বারহাল ইউনিয়নের চকগ্রামের প্রায় শতাধিক বাড়ীঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হুমকির মূখে রয়েছে শত শত বসত বাড়ী।
নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে কোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি পাউবো’র এসও খোরশেদ আলমকে দ্রুত একটি প্রকল্প তৈরীর নির্দেশ দিয়ে তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের সুরমা ও কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে আমি পানি সম্পদ মন্ত্রীর কাছে বরাদ্ধের দাবী জানিয়েছি। যখনই বরাদ্ধ পাওয়া যাবে তখন নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আশা করেন বরাদ্ধ পেলেই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নদী ভাঙ্গনের কবলে পড়ে যারা ভূমিহীন হয়েছেন তাদের ব্যাপারেও পদক্ষেপ নিবেন বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, পাউবোর এসও খোরশেদ আলম, জেলা জাপার সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর, মাওলানা মোস্তাক আহমদ প্রমূখ।
বিকেলে তিনি সুলতানপুর ইউনিয়নের লালোগ্রাম, সুলতানপুর, ইছাপুর, ফেউয়া গ্রামের ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ২ কিলোমিটার পাকা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। রাস্তার কাজের শুভ উদ্বোধন শেষে সুলতানপুর, ইছাপুর, অজরগ্রাম, সহিদাবাদ মসজিদ এলাকার কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শন করে বলেন, জনগনের সেবাই আমার লক্ষ। আমি জনগনের খাদিম হয়ে কাজ করতে চাই। জকিগঞ্জ-কানাইঘাটের জনগনের জীবন মানের পরিবর্তন আনতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গন রোধে সরকারের উচ্চ মহলের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকার থেকে বরাদ্ধ পাওয়া মাত্র নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ শুরু হবে। কুশিয়ারা নদীর ভাঙ্গন মানেই দেশের মানচিত্র পরিবর্তন। সরকারকে এ বিষয়টি বিবেচনা করে দ্রুত বরাদ্ধ দেয়ার আহবানও জানান তিনি।





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান