বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বিজিবি নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবুল হোসেন
বিজিবি নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবুল হোসেন
![]()
ঢাকা প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। ১৬ নভেম্বর বুধবার সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নবনিযুক্ত মহাপরিচালক সকালে পিলখানায় পৌঁছলে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন।
মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
জেনারেল আবুল হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল (পার্ট-১) সম্পন্ন করেন।
সামরিক কর্মজীবনে তিনি স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ শাখার জিএসও-২ এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ইনস্ট্রাক্টর ও চিফ ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করেছেন। কমান্ড পর্যায়ে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ব্যাটালিয়ন-কুয়েত, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার হিসেবেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (পূর্ত) ও চিফ ইঞ্জিনিয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন।
মেজর জেনারেল আবুল হোসেন দেশ-বিদেশে পেশাগত অনেক সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর