মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাতিঘর’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বনাথে বাতিঘর’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেছেন, তরুণেরা এগিয়ে না এলে এগোতে পারে না দেশ ও জাতি। তরুণেরাই চমকে দিতে পারে বিশ্বকে। রাজাগঞ্জবাজার মফস্বল এলাকায় একঝাক তুরুণেরা মিলে বাতিঘর সংগঠনের ব্যানারে সু-শিক্ষা, সুন্দর সমাজ বির্নিমানে অগ্রণী ভুমিকা রাখছে, তা প্রশংসার দাবীদার। গ্রামাঞ্চলে সুচারুভাবে এমন একটা সংগঠন পরিচালনা আসলে গর্বেও বিষয়। বাতিঘর মানে ‘লাইট হাউজ’। আলোকবর্তিকা। এর মূল কাজটি হচ্ছে অন্ধকারে আলো দেখানো। যারা এর পেছনে দীর্ঘদিন থেকে কাজ করছেন এ অভিজ্ঞতা সকলের পরবর্তী প্রতিটি ধাপে কাজে আসবে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিশ্বনাথের রাজাগঞ্জবাজারে সময়ের শৈল্পিক প্রজ্জলন বাতিঘর’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাতিঘর সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোর’র স্টাফ রির্পোটার গুলজার আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র সভাপতি সাইফুল ইসলাম বেগ ও বেবি কেয়ার একাডেমির ডিরেক্টর মুহিবুর রহমান সুইট।
বাতিঘর সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য শামীম আহমদ, স্বাগত বক্তব্য দেন সদস্য রাসেল মাহমুদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মাসুদ আহমদ, পাঠাগার সচিব কামালউদ্দিন, বন্ধু পরিষদ পরিচালক রেজাউল করিম।
অনুষ্ঠানে ২০১৫-২০১৬ সেশনের বাজেট পেশ করেন অর্থ সম্পাদক আবুল খায়ের রিদ্বওয়ান। আলোচনা সভা শেষে বাতিঘর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মুজাহিদ আলী, আরিফ আলী, আত-তাকওয়া ইসলামী সংস্থার সাবেক সভাপতি জিয়াউর রহমান ও ছাত্রনেতা এনামুল হক বিজয় প্রমুখ।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন