রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাষনতন্ত্রের লংমার্চ-এ বাধা দেয়ায় সিলেটে বিক্ষোভ
শাষনতন্ত্রের লংমার্চ-এ বাধা দেয়ায় সিলেটে বিক্ষোভ
সিলেট প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৬মি.) মিয়ানমারে রুহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে মিয়ানমার অভিমুখে ১৮ ডিসেম্বর রবিবার লংমার্চ-এর শুরুতেই প্রশাসনের বাধার মুখে লংমার্চ স্থগিত করতে বাধ্য হন নেতৃবৃন্দ ।
এরই প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চমুখী নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন। সিলেট নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মু. ফখর উদ্দিন ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
এমনকি মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে লংমার্চে যাওয়ার প্রস্তুতিকালে প্রশাসনের বাধা সরকারের ইসলাম ও মানবতা বিরোধী কার্যকলাপের বহিঃপ্রকাশ।
তাই পীর সাহেব চরমোনাই’র যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে তবুও রাজপথ ছাড়বে না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা আহবায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মু. সোহেল আহমদ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ