 
       
  বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান : ড. শিরিন শারমিন চৌধুরী
দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান : ড. শিরিন শারমিন চৌধুরী
 ঢাকা  প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন  ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান ও টেকসই  করতে সমাজভিত্তিক সংগঠনসমূহকে  এগিয়ে আসার আহবান  জানিয়েছেন ৷
 ঢাকা  প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন  ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান ও টেকসই  করতে সমাজভিত্তিক সংগঠনসমূহকে  এগিয়ে আসার আহবান  জানিয়েছেন ৷
আজ ঢাকার খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে অক্সফ্যাম ও সহযোগী  সংগঠনসমূহ আয়োজিত ‘সম অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠন  সমূহের জাতীয় সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতাকালে তিনি এ আহবান জানান ৷
তিনি এসময় বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন  অর্জিত হয়েছে তাতে সমাজভিত্তিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন ৷
তিনি আরো বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব  নয় ৷ টেকসই উন্নয়নের জন্য ধনী-দরিদ্র্যের মাঝে ব্যবধান কমিয়ে আনতে হবে ৷ তাই  দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিশেষ উন্নয়ন পরিকল্পণা গ্রহণ  করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান ৷
স্পীকার বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার উল্লেখযোগ্য  সাফল্য অর্জন করেছে ৷ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও  সামাজিক  সংগঠনসমূহ একযোগে কাজ করলে ফলপ্রসু উন্নয়ন সম্ভব ৷ তাই তিনি  সমাজভিত্তিক  সংগঠনসমূহকে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান ৷
অক্সফ্যামের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি. সোনেজির  সভাপতিত্বে অনুষ্ঠানে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ৷ অক্সফ্যাম, বাংলাদেশের  প্রোগ্রাম ডিরেক্টর এম.বি আখতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৷  এছাড়া ”সিড়ি” সংস্থার এক্সিকিউটিভ অফিসার এইমন টেইলর অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ৷
আপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ

 
       
       
      



 ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
    ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি     প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
    প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি     বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
    বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক     পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর
    পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর     জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
    জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব     স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
    স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু     পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
    পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন     সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
    সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর     একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
    একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল     নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা
    নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা