বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন মুতাসিম বিল্লাহ
নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন মুতাসিম বিল্লাহ
বরগুনা প্রতিনিধি :: নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন বরগুনা জেলার সিটিজেন ভয়েস ফেসবুক গ্রুপ ও বরগুনা জেলা প্রশাসন বাংলাদেশের এই প্রথমবারে আয়োজিত ‘সিটিজেন জার্নালিষ্ট কনফারেন্স ২০১৭  এ সম্মাননা পেয়েছেন বেতাগী উপজেলার হোসনাবদ গ্রামের তরুন মেধাবী সাংবাদিক মুতাসিম বিল্লাহ মাসুম।
৬ মার্চ সোমবার বরগুনা জেলা শীল্পকলা একাডেমিতে আয়োজিত‘সিটিজেন জার্নালিষ্ট কনফারেন্স’ অনুষ্ঠানে নাগরিক সেবায় সিটিজেন জার্নালিজম ক্যাটাগরিতে মুতাসিম বিল্লাহ মাসুম-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলার প্রশাসক ডা: মুহাম্মদ বশিরুল আলম।
বরগুনার বিভিন্ন সমস্যা বরগুনা জেলা প্রশাসন কতৃক প্রচালিত ‘সিটাজেন ভয়েস বরগুনা গ্রুপে’ ফেসবুকের মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরে এর সমাধানে নাগরিক প্লাটফর্ম তৈরির জন্য মুতাসিম বিল্লাহ মাসুমকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলার তরুন মেধাবী এক্টিভ সার্থক কার্যক্রমের সফল মোট ৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়।
সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের জার্নালিষ্টদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান ও পুলিশ সুপার বিজয় বাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রশাসক. ডা.বশিরুল আলম
বলেন আমরা এগিয়ে যাচ্ছি, অনেক সমস্যাও আমরা সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের মাধ্যমে সমাধান করেছি, সামনে আরও করবো। এ কনফারেন্স’র অন্যতম লক্ষ্য হচ্ছে কিভাবে সহজে ও দ্রুততম সময়ে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এ যুগের মূল দর্শন হলো গতি ও নির্ভুলতা। এ লক্ষেই আমরা কাজ করে চলছি এবং যতদিন বরগুনা থাকবো ততদিন কাজ করে যাবো।
তিনি বলেন, বরগুনা জেলা অন্যান্য জেলার চেয়ে উদ্ভাবনী প্রক্রিয়া ও চর্চায় অনেক এগিয়ে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

      
      
      



    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক    
    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন    
    শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন    
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার    
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই    
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন    
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন