বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জঙ্গীবাদ বিরোধী প্রচারণা ও কর্মশালা
রাঙামাটিতে জঙ্গীবাদ বিরোধী প্রচারণা ও কর্মশালা
ষ্টাফ রিপোর্টার :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৪ মি.) রাঙামাটিতে জঙ্গীবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২৯ মার্চ বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের জনপ্রতিনিধীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হাবিব উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক সৈয়দ আলম মাসুদের পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চানমনি তঞ্চঙ্গ্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার বিপুল চাকমা এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে আব্দুল করিম, দীপিকা চাকমা ও মো. রাসেল বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষানার্থীদের উদ্দ্যেশে চেয়ারম্যান বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের কোন কর্মকান্ডে নিজেকে না জড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদকে সামাজিক জাগরণের মাধ্যমেই তাদের অপব্যবহার তুলে ধরাই সম্ভব। সুতরাং এই বিষয়ে সকলেই সচ্চোর হবার আহবান জানান চেয়ারম্যান।
তিনি আরো বলেন, তোমরাই আমাদের ভবিষ্যৎ, আগামিতে তোমরাই দেশ পরিচালনা করবে। তাই নিজের দেশের কথা ভেবে সর্বস্তরের মানুষের কাছে জঙ্গিবাদ, মাদক এবং সন্ত্রাস বিরোধী প্রচারনা করতে হবে। জঙ্গীবাদ এখন আমাদের সমাজের জন্য ক্যান্সার ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের সমাজ তথা দেশকে রক্ষা করতে সকলে মিলে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন