বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রমিক নেতা আবু সরকারসহ ৮ জন কারাগারে
শ্রমিক নেতা আবু সরকারসহ ৮ জন কারাগারে
সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনার দায়েরকৃত মামলার ৮ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার দুপুরে এ ঘটনায় জড়িত জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে আজীবন বহিষ্কৃত ট্রাক শ্রমিক ইউনিয়ন (২১৫৯)-এর সাবেক সভাপতি আবু সরকারসহ ৮ জন সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, গত ১৮ ফেব্রুয়ারি শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলার ৮ আসামিরা আদালতে হাজির হলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু তাঁদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ৮ জন হচ্ছেন, আবু সরকার, মুজিবুর রহমান মুজিব, মো. আমীর উদ্দিন, মো. আনোয়ার খান পাঠান, মো. সোহেল আহমদ, আব্দুস শহিদ, নাজিম উদ্দিন ও আব্দুল মতিন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহণ শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠক শেষে গাড়িতে করে ফিরছিলেন শফিক। ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবহণ শ্রমিকরা। বৈঠক শেষে শফিক চৌধুরীর গাড়ি সোবহানীঘাট এলাকায় পৌঁছালে গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পরিবহণ শ্রমিকেরা। এ সময় গাড়ির কাঁচ ভেঙে শফিক চৌধুরীর হাত কেটে যায়।
এ ঘটনায় ওইদিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় গাড়ি ভাঙচুর ও হামলার সাথে জড়িত থাকার ঘটনায় ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন শফিকুর রহমান চৌধুরী। ওই রাতেই জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. দিলু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ হামলার ঘটনায় জড়িত ২০ জনকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, আবু সরকার, মুজিবুর রহমান মুজিব, মো. আমীর উদ্দিন, মো. আনোয়ার খান পাঠান, মো. সোহেল আহমদ, আব্দুস শহিদ, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, আমিনুল ইসলাম শাহিন, আব্দুল হামিদ, আবু ছায়েম, সাব্বির আহমদ পাখি, মো. সালেক মিয়া, সাব্বির আহমদ, শফিক আহমদ, ফয়ছল মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. কালা মিয়া, মো. শফিক মিয়া ও মো. আবুল মিয়া।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে