বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে ১জনের রহস্যজনক মৃত্যু
রাউজানে ১জনের রহস্যজনক মৃত্যু
রাউজান প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫৩মি.) রাউজান পশ্চিম গুজরা সরকার পাড়া গ্রামের টুটুল পালিত (২৮) নামের এক যুবক শহরের দেওয়ানজী পুকুর পাড়ের একটি বাসায় রহস্যজনক ভাবে মারা গেছে। কোতোয়ালী থানা পুলিশ টুটুলের মরদেহ গত ২৪ এপ্রিল সোমবার রাতে ওই বাসা থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশের দাবি টুটুলকে ওই বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের স্বজনরা জানিয়েছে টুটুল যে বাসাটিতে আত্মহত্যা করেছে সেই বাসাটিতে থাকতো রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের এক প্রবাসীর পরিবার। ওই বাসায় কি কারণে বা কেন গিয়েছিল তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ধারণা করা হচ্ছে প্রবাসী পরিবারটির সাথে টুটুলের পরকিয়ার ছিল। নিহত যুবকের গ্রামের বাড়ীর লোকজন জানিয়েছে টুটুল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিল। গত বছর গ্রামে প্রভাব বিস্তারের এক ঘটনায় রুপম সরকার(২৫) নামের অপর এক ছাত্রলীগ নেতাকে সে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। এই ঘটনায় তখন তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রুজু হয়েছিল। ওই মামলায় গ্রেফতারও হয়েছিল টুটুল। জামিনে এসে অবশ্য বিবাদমান দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছিল। জানতে চাইলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন টুটুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য যে, টুটুল পালিত সরকার পাড়া গ্রামের প্রয়াত খোকা পালিতের চার পুত্রের মধ্যে সর্ব কনিষ্ঠ।





রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন