বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পর্যটন » ইতিহাসের সাক্ষী কুশিয়ারা রেলসেতু
ইতিহাসের সাক্ষী কুশিয়ারা রেলসেতু
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: ১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ার নদীর উপর দিয়ে ব্রিটিশ আমলে নির্মিত ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা রেলসেতুটি আজও স্বমহিমায় মজবুত অবকাঠামো ও শক্ত ভিত্তি নিয়ে কুশিয়ারার প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে।
ঐতিহাসিক এ রেল সেতুর মাধ্যমেই সারা বাংলাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ নিরবিচ্ছিন্ন হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালে এ রেল সেতুর দক্ষিন থেকে মুক্তিবাহিনী যুদ্ধ করে ইলাশপুর সেতুর পাশে থাকা পাকবাহিনীর সাথে। মুক্তিবাহিনীর শেলের আঘাতে ইলাশপুর সেতুতে থাকা রেলের বগি ঢালা নদীতে ধ্বংস হয়। যা আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে।
দেশী বিদেশী পর্যটক ও ঐতিহাসিকবীদগন এ দুই সেতু দেখে নিজের জানার ভান্ডারকে সমৃদ্ধ করে তুলেন । কেউ কেউ আবার অদম্য সাহসী হয়ে সেতুতে গিয়ে ছবি ও সেলফি তুলে নিজের আত্মতৃপ্তি ও জানাকে স্মৃতিময় করে তুলেন এবং বন্ধুদের সাথে ছবি শেয়ার করেন।
এছাড়াও ভ্রমনপ্রিয় ফুর্তিবাজ যুবকেরা বিকাল বেলা সেতুর পাশে বসে সেল্ফি, আড্ডা, খোলা গলায় গান। আগেকার লোকজন রেল সেতু দিয়েই হেটে বাজারে আসতেন, তবে কয়েকটি দুর্ঘটনায় মানুষ সচেতন হয়ে এখন খেয়া নৌকা দিয়েই পারাপার করেন।
এ সেতুর নিচে ও চতুর্দিকে বড় বড় পাথরের প্রতিরক্ষা দেওয়া। তাই এখানে প্রচুর মাছ মিলে। জেলেরা দিন রাত এখানে মাছ ধরেন। সম্প্রতি এ সেতুতে সংস্কার ও নতুন রঙ করার ফলে সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় পর্যটক ও সাধারন দর্শকের হ্রদয় আকৃষ্ট হয়েছে।





পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো
মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু