শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাসমান বেঁদে পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ
ভাসমান বেঁদে পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ
সিলেট প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী ব্রীজের পাশে বেশ কয়েক বছর থেকে অস্তায়ীভাবে বসবাস করছেন প্রায় ৩০ টির ও বেশি বেদে পরিবার । ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ২৮ টি ভাসমান বেঁদে পরিবারের মধ্যে সিলেট জেলা পুলিশ সুপার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারীঘাট সরুফৌদ এবং সারী ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বাসবাস করে আসা ২৮ টি বেঁদে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে জৈন্তাপুর উপজেলায় ভাসমান অবস্থায় বাসবাস করে আসা বেঁদে সম্প্রদায়ের লোকজনেরা কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহানে দিন যাপন করছে। তাদের অসহায়ত্তের কথা বিবেচনা করে সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন তাদের পরিবারে এসময় তার উপস্থিতি দেখে বেঁদে পরিবারগুলোতে নেমে আসে আনন্দ।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার আবুল হাসানাত, এডিশনাল পুলিশ সুপার ড. আখতারুজ্জামান বসুনিয়া, এএসপি জৈন্তাপুর সার্কেল আমিনুর রহমান, এএসপি গোয়াইনঘাট সার্কেল মতিয়ার রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন,
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মো. জাহিদ আনোয়ার, টিএসআই দেলোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যাক সদস্য এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে বেঁদে সরদার ইমান আলী ও স্বর্পরাজ জুয়েল মিয়া বলেন- আমাদের কথা কেউ বিবেচনা করে না কিন্তু পুলিশ সুপার শত কিছুর পর আমাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসে আমাদের পরিবারের লোকজনের মধ্যে আনন্দ বয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা তার এ উপকার সারা জীবন স্মরণ রাখব।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে