সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সংখ্যালঘুদের নামে ভূয়া চাঁদাবাজির মামলা
পটুয়াখালীতে সংখ্যালঘুদের নামে ভূয়া চাঁদাবাজির মামলা
পটুয়াখালী প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) সংখ্যালঘু পরিবারকে শায়েস্তা করতে এবার তাদের নামে ভূয়া চাঁদাবাজীর মামলা দিয়েছে যুবলীগ নেতা আবুল হোসেনের স্ত্রী লাকী বেগম।
১৫ মে সোমবার দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন এর আদালতে মামলাটি দায়ের করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করার র্নিদেশ দিয়েছেন।
এদিকে সংবাদ প্রকাশের অপরাধে দশমিনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নিপুণ চন্দ্রকেও মামলার আসামী করা হয়েছে। একই দিনে নির্যাতিত কাননবালার ছেলে অসীম কুমারের দায়ের করা মামলায় ১২ আসামীকে জামিনে মুক্তি দিয়েছেন বিজ্ঞ বিচারক।
উল্লেখ্য, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে সংখ্যালঘু বিধবা কাননবালার(৬৫) সাথে পার্শবর্তী আবুল প্যাদার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ৮মে বিধবা কাননবালাকে হাতপা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায় যুবলীগ নেতা আবুল হোসেন ও তার পরিবার। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে।
বর্তমানে কাননবালা পটুয়াখালী মেডিকেল কলেজের সার্জারী বিভাগে ডা. মনিরুলের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশি তৎপরাতায় ঘরে ফেরে সংখ্যালঘু পরিবারের সদস্যরা। সাংবাদিক নিপুন চন্দ্র সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আলীপুরায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় পত্রিকায় রির্পোট করলে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। নিপুণের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন দশমিনা প্রেসক্লাব। এছাড়া পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।