শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জ শহরে ময়লা-আবর্জনার স্তুপ
নবীগঞ্জ শহরে ময়লা-আবর্জনার স্তুপ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৮মি.) নবীগঞ্জ পৌরসভার মেয়র কাউন্সিলদের দায়িত্ব অবহেলা উদাসিনতার কারনে শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রে সুইপাররা ফেলে দিচ্ছে ময়লা আবর্জনার স্তুপ। ফলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী, বাজারের ব্যবসায়ী, পথচারী ও বাসা বাড়ির স্থানীয় লোকজন।
এ ঘটনায় একাধিকবার পৌর কৃর্তপক্ষকে জানালে কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগি জনগন। পৌর কৃর্তপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছি। এ সমস্যা সমধানে পৌর মেয়রের তড়িৎ হস্তক্ষেপ কামনা করচ্ছেন ভূক্তভোগিরা।
সরজমিনে গিয়ে দেখাযায়, শহরের ওসমানী রোড টেকাদিঘী মার্কেটের সামনে জেকে স্কুল ও দারুল উলুম মাদ্রাসার মধ্যস্থানে খালি অংশে ও হাসপাতাল সড়কের সিএনজিস্টেন্ড এর সামনে পরিত্যক্ত জায়গায় প্রতিদিন শহরের ময়লা আবর্জনা পচা বাসী খাবারের দুর্গন্ত যুক্ত ময়লা ফেলে চলে যায় পৌরসভার সুইপারগন। সুইপাররা ময়লা আবর্জনা ফেলে যাওয়ার পর টুকাই ও কুকুরের নাড়াচাড়া দুর্গন্ত আরো চরম আকার ধারন করে।
এছাড়া প্রায় সময় বিশেষ করে রাত্রি ও সকালে মানুষ হাটতে গেলে দেখা যায় কাক বিড়াল সহ শহরের টুকাইরা ময়লা আবর্জনা নাড়া-ছাড়া করছে যার ফলে দুর্গন্দ আরও ছরমে পৌছে। যার ফলেসাধারন মানুষ নাকঢেকে শ্বাস বন্ধ করে ও যাতায়াত করতে হয়। অনেকেই দুর্গন্ধের কারনে বমি করতে দেখা গেছে। অনেক সময় শহরে বস-বাসরত বাসা বাড়ীর ও ব্যবসা প্রতিষ্টানের লোকজন পরিবেশ দুষনের কারনে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। পৌর শহরের এ দূষিত পরিবেশ থেকে রক্ষা পেতে নবীগঞ্জ পৌরসভার সাধারন মানুষ উর্ধ্বতন কর্তৃপক্ষের দুষ্টি কামনা করছেন।





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান