বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বন্যার স্রোতে ভেসে গেছে ৬ জন : উদ্ধার-৪, নিহত-১, নিখোঁজ-১
উখিয়ায় বন্যার স্রোতে ভেসে গেছে ৬ জন : উদ্ধার-৪, নিহত-১, নিখোঁজ-১
পলাশ বড়ুয়া, উখিয়া, কক্সবাজার :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) উখিয়া বন্যার স্রোতে ভেসে গেছে ৬জন। এদের মধ্যে ৪জন জীবিত উদ্ধার হয়েছে। সামিরা আকতার নামে এক কিশোরীর লাশ উদ্ধার হলেও ইতুন বড়ুয়া নামে এক কিশোরের সন্ধান মেলেনি রিপোর্ট লেখাকালীন ৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত।
টানা ভারী বর্ষণে ৫ জুলাই বন্যার স্রোতে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ির জাফর আলমের কিশোরী কন্যা সামিরা আকতার (১৪), রত্নাপালং ইউনিয়নের মধ্যমরত্না গ্রামের মৃত অমূল্য বড়ুয়া’র পুত্র ইতুন বড়ুয়া (১৫) এবং হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের তারাকিংকর বড়ুয়া’র পুত্র সাধন বড়ুয়া ও তার পুত্র সহ জালিয়াপালং ইউনিয়নের অজ্ঞাত আরো দুই জন সহ মোট ৬জন ভেসে যায়।
সাধন বড়ুয়া ও তার পুত্র সহ জালিয়াপালংয়ের অপর ২ জন ১দিন পর জীবিত উদ্ধার হয় এবং বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ সামিরার লাশ উদ্ধার হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
এদিকে নিখোঁজ ইতুন বড়ুয়া’র বাড়ীতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। যেহেতু বিগত ১/২ বৎসর সময়ের মধ্যে ইতুনের পিতা, দাদী ও দাদার মৃত্যুর পর ইতুন ছিলো তার মায়ের একমাত্র ভরসা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন পুরো উপজেলায় মোট ৪ জন নিহত হয়েছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩