মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে বেশি তত্পর
গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে বেশি তত্পর

মো. আখলাকুজ্জামান,নাটোর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দৌঁড়ঝাঁপ শুরু করে  দিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা ৷ নতুন আইন অনুযায়ী দলীয় প্রতীকে  নির্বাচন হবে ৷ তাই দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বেশি তত্পর হয়ে উঠেছেন ৷  মেয়র পদ প্রত্যাশীদের বাহারী ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা ৷ ১৯৯২  সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় ৷ বর্তমানে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ এই  পৌরসভার মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন রাজনৈতিক নেতারা ৷
আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মিদের নিয়ে স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল  কুদ্দুস বর্তমান মেয়র শাহনেওয়াজ আলীকে দলীয় প্রার্থী করার সর্বাত্মক  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ ইতোমধ্যে বিভিন্ন সভায় শাহনেওয়াজ আলীর জন্য ভোটও  চেয়েছেন আব্দুল কুদ্দুস ৷ ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী  পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অপেক্ষাকৃত উদিয়মান তরুন নেতা মো.  আরিফুল ইসলাম বিপ্লব৷
আওয়ামীলীগের ৩ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান  মেয়র শাহনেওয়াজ আলী, আরিফুল ইসলাম বিপ্লব ও আওয়ামীলীগ কর্মি সুলতান আলী  ব্যানার পোষ্টারে ব্যবহার করছেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুসের ছবি ৷  শাহনেওয়াজ আলীর দাবী, দলীয়ভাবে সবার সমর্থন তার পক্ষে আছে ৷ অতএব তিনিই হবেন  একমাত্র দলীয় প্রার্থী৷ তবে সাবেক ইউপি চেয়ারম্যান জবতুল্লাহ মিয়া বাটুলের  পুত্র আরিফুল ইসলাম বিপ্লব সমাজ পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের মন জয় করার  চেষ্টা চালাচ্ছেন ৷
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন সাবেক দুই মেয়র মো. মশিউর  রহমান বাবলু ও আমজাদ হোসেন ৷ বিএনপি’র নাটোর জেলা কমিটির স্বনির্ভর বিষয়ক  সম্পাদক মশিউর রহমান বাবলু বলেছেন, বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন না  দিলে নির্বাচন করবেন না ৷ তবে তিনি আশাবাদী ৷ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক  সম্পাদক আমজাদ হোসেনও একই সুরে কথা বলেছেন৷
কৃষক শ্রমিক জনতালীগের গুরুদাসপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক নাছির উদ্দিন মোল্লাও মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন ৷
জাতীয় পার্টি ও জাময়াতে ইসলামী নির্বাচন করার কথা বললেও এখন পর্যনত্ম  তাদের তত্পরতা নেই ৷ গত নির্বাচনে বিএনপি’র দুই নেতা আমজাদ হোসেন ও মশিউর  রহমান বাবলু প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ প্রার্থী শাহনেওয়াজ আলী অনায়াসেই  বিজয়ী হন ৷ আওয়ামীলীগ প্রার্থী সিলেকশনে এক এবং অভিন্নভাবে সঠিক সিদ্ধান্ত  নিতে না পারলে এবং সেক্ষেত্রে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ হলে চ্যালেঞ্জেও পড়তে  পারে ক্ষমতাসীন দল ৷
তাছাড়া মেয়র প্রার্থীতা নিয়ে সমপ্রতি শাহনেওয়াজ ও বিপ্লব গ্রুপের মধ্যে  পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এবং উভয়ের বিরুদ্ধে মামলাও হয়েছে ৷ তবে  আওয়ামীলীগের একাধিক প্রার্থী হবেনা বলেই নেতাকর্মিরা মনে করেন ৷ বিএনপি’র  মধ্যেও কোন্দল রয়েছে ৷ তারাও শেষ পর্যন্ত একক প্রার্থী দিয়ে নির্বাচনী  বৈতরনী পার হতে পারবে কি-না সেটাই দেখার বিষয় ৷  আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৩ মিঃ

      
      
      



    প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে    
    আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন    
    আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন    
    ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই    
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন    
    বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়    
    আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    
    আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু    
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ    
    আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন