সোমবার ● ৩১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ছাত্ররা পাঠদানে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপন
আলীকদমে ছাত্ররা পাঠদানে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) পাঠদানে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপন করল আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। গেল বৃহস্পতিবার মাদরাসার ৯ম শ্রেণীর ক্লাস চলাকালীন “বৃক্ষ রোপণ” প্রবন্ধ পাঠকালে বৃক্ষ রোপনের তাৎপর্য বর্ণনা করলে ছাত্র-ছাত্রীরা উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপনের এই সিদ্ধান্ত নেয়া হয়। তাৎক্ষনিক ভাবে শ্রেণী শিক্ষক হায়দার আলী উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে বিভিন্ন ফলদ চারা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। মাদরাসার সুপার মুহাম্মদ হোসেন এর অনুমতি সাপেক্ষে সোমবার বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন ইয়াকুব বলেন, এটা নিঃসন্দেহে একটা ভাল উদ্যোগ। আমি ওই সব ছাত্র-ছাত্রীদের সাধূবাদ জানাই। কারণ এর মাধ্যমে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্র-ছাত্রীরা অবগত হতে পেরেছে। আমি মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এধরণের বাস্তবমূখি শিক্ষা ও তার প্রয়োগ নিশ্চিত করা উচিৎ। তাছাড়া এর মাধ্যমে পরিবেশ রক্ষার্থে সরকারের বৃক্ষ রোপনের প্রয়াস সার্থক হবে। ভবিষ্যতেও যেকোন প্রতিষ্ঠান এধরণের কর্মপরিকল্পনা গ্রহন করলে আমরা সর্বাত্মক সহযোগীতা দিয়ে যাব।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা