মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ১৬ কোটি বাঙালির প্রত্যেকের কাছে এক টাকা করে সাহায্য চাইলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার
১৬ কোটি বাঙালির প্রত্যেকের কাছে এক টাকা করে সাহায্য চাইলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার
ঢাকা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২০মি.) ১৬ কোটি বাঙালির প্রত্যেকের কাছে এক টাকা করে সাহায্য চাইলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ২-এ পড়ে আছেন কালজয়ী এ শিল্পী। ৭ আগষ্ট সোমবার সেখানে সাংবাদিকরা তাকে দেখতে গেলে তিনি তাদের মাধ্যমে দেশবাসীর প্রতি এমন আকুতি ভরা আবেদন জানান।
সাংবাদিকদের তিনি বলেন,‘আব্দুল জব্বার যদি জাতি গঠনের সংগ্রামে গান গেয়ে কোন ভুমিকা রেখেই থাকেন তবে, ষোল কোটি বাঙালি এক টাকা করে আমাকে সাহায্য দিক। তাতে আমার সুচিকিৎসা হবে। আমার দেহে স্থাপিত হবে দুটি কিডনী। তখন নিশ্চয়ই আমি বেঁচে যাবো।’
আব্দুল জব্বার আরও বলেন, যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকে দেখতে আসবেন! মারা গেলে শহীদ মিনারে রাখা লাশে ফুল দেবেন! কিন্তু আমার এসব কিছুরই দরকার নেই। আমি আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এজন্য আমার কিছু টাকা দরকার। পারলে কিছু টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালীন দেশের দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসংখ্য গান গেয়েছেন আব্দুল জব্বার। সেই সময়ে গাওয়া তাঁর গানগুলো মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছিল। তাছাড়াও ওই সময় ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’ ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য এ শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পুরস্কার’। এছাড়াও পেয়েছেন ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ এবং ‘জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার’।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা