মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় সেনাবাহিনীর আলীকদম জোন এর ফ্রি চিকিৎসা সেবা
লামায় সেনাবাহিনীর আলীকদম জোন এর ফ্রি চিকিৎসা সেবা
![]()
এবিএম জাবের উদ্দিন,লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) বান্দরবান জেলার লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ ও গরীব জনগোষ্ঠিকে দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
এই সময় ইউপি চেয়ারম্যান, পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রায় ৫ শতাধিক দরিদ্র জনগোষ্টির মাঝে এই ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বলে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, আলীকদম জোনের আয়োজনে ক্যাপটেন্ট ডা. আসিফুর রহমান ও ক্যাপটেন্ট ডা. নিগার সুলতানা ও তাঁদের সহযোগি সেনাসদস্যরা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় স্থানীয় বালুচর পাড়ানিবাসী ম্রাখাইচিং মার্মা (৪০), পোয়াংচিংউ (৭০), মুরুংঝিরির বাসিন্দা মো. মাঈন উদ্দিন (৪৫), রূপসীপাড়া বাজারের আব্দুল
কাদের (৬০) দরদরী মার্মা পাড়ার মংব্রাচিং মার্মা (৬) এবং লাচ্ছাইপাড়ার মাকিউচিং (৩৪) জানায়, তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালোমানের ঔষধ পাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানায়, তাঁর এলাকার দূর্গমের অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলীকদম জোনের এই মহতি প্রয়াসকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান বলেন, সেনাবাহিনী আমাদের নিরাপত্তার পাশা পাশি সু-স্বাস্থ্যে নিশ্চিয়তার বিষয়টি দেখভাল করে থাকেন।





সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা
রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত