সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
আজ সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সমর্থিত ১৮৫ ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক কোদাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময়ে উপস্থিত ছিলেন
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল মোশতাকসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর
নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যম প্রদত্ত বক্তব্যে তিনি বলেন মানুষ গত ষোল বছরে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের উৎসব মানুষ ভুলে গিয়েছিল। এবার গণতান্ত্রিক তারা পরিবেশে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। মানুষ এবার সত্যি সত্যি ভোটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর পরই ঢাকা- ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও শংকা তৈরী হয়েছে।
এবারের নির্বাচনে মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের ভোট দিতে আগ্রহী করে তোলা। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারীর নির্বাচন ও গণভো মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।
তিনি রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীল ভূমিকা পালন করতেও উদাত্ত আহ্বান জানান।





এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু