রবিবার ● ১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ঢাকা » রাবিদ-মিতু অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ
রাবিদ-মিতু অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ
ঢাকা প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৩.২০মি.) বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু ও সাধারন সম্পাদক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ সংগঠন পরিচালনা করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
জানা যায়, ২০১৫ সালের শেষের দিকে তরুন প্রযুক্তিবিদ, রুপান্তরমূলক নেতৃত্বের প্রবক্তা বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল সবখবর ডটকম এর প্রকাশক, স্কিল ১০০ ও বর্তমান তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মোবাইল এ্যাপস ডেভলাভমেন্ট প্রকল্পের পরামর্শক (কনসালটেন্ট) পদে চুক্তি ভিত্তিক কর্মরত ড. জানে আলম রাবিদ এর সাথে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতুর পরিচয় হয়। ড. জানে আলম রাবিদ বাংলাদেশের অবহেলিত হিজড়াদের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখে তাদের সুন্দর জীবনের কথা চিন্তা করে স্বপ্রনোদিত হয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ১১ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০ এ প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতুর কাছে তার মহৎ অনুভূতির কথা ব্যক্ত করেন। মহান হৃদয়ের অধিকারী ড. জানে আলম রাবিদ হিজড়াদের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াতের সুবাদে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে তার সখ্যতা গড়ে ওঠে।
হাস্যজ্জ্বল, দৃষ্টিনন্দন, আকর্ষনীয় চমৎকার ব্যক্তিত্ব ড. জানে আলম রাবিদকে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে সাধারন সম্পাদকের পদে অধিষ্ঠিত করা হয়। মহান এই ব্যক্তি হিজড়াদের কল্যাণে নিজেকে নিয়োজিত করে রাত জেগে ১৬ই ডিসেম্বর ২১ শে ফেব্রুয়ারী ২৬শে মার্চ ইত্যাদি জাতীয় দিবসে হিজড়াদের নিয়ে জাতীয় শহীদ মিনারে ফুল দেয়া থেকে শুরু করে হিজড়াদের কল্যাণে বগুড়া, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান এই গুণী হিজড়া এক্টিভিষ্ট ড. জানে আলম রাবিদ এবং প্রতিটি সফরে সফর সঙ্গী হন বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু। তারই সূত্রধরে সখ্যতা গড়ে ওঠে উভয়ের মধ্যে। ভালোলাগা, ভালোবাসা একে অপরের প্রেমের টানে অবশেষে দুজন দুজনের জীবণ সঙ্গী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
জানা গেছে আবিদা সুলতানা মিতু ও ড. জানে আলম রাবিদ দীর্ঘ ৫ মাস ধরে আগাঁরগাও তালতলা জামে মসজিদের সামনে আরএকে টাওয়ার এর নবম তলায় বাসা নং বি-৯ এ বসবাস করছেন। অবশেষে গত সেপ্টেম্বর মাসে ধর্মীয় অনুশাসন তারা মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩০ সেপ্টেম্বর বিবাহের বিষয়টি নিয়ে কথা বলতে ড. জানে আলম রাবিদ এর মুঠোফোন নং (০১৮৪১০২২০৬৬) এ যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতুর সাথে কথা হলে তিনি ড. জানে আলম রাবিদ এর সাথে তার বিবাহের বিষয়টি নিশ্চিত করেন এবং নব দম্পতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়