শুক্রবার ● ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ধর্ম » সিলেটে প্রবারণা পূর্ণিমা উদযাপন ও সম্প্রীতির ফানুস উত্তোলন
সিলেটে প্রবারণা পূর্ণিমা উদযাপন ও সম্প্রীতির ফানুস উত্তোলন
সিলেট প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২০মি.) গতকাল ৫ অক্টোবর সিলেট বৌদ্ধ সমিতি ও “ধম্মকথা” বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন - পুরস্কার বিতরণ ও সম্প্রীতির ফানুস উত্তোলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট সিটি কর্পোরেশ এর মেয়র মো. আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম,
রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেট এর অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ,সিলেট ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ফাদার স্ট্যানিসলাউস গমেজ ও সিলেট মেট্রো অতিরিক্ত পুলিশ সুপার,সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা সুজ্ঞান চাকমা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা ,গোবিন্দগঞ্জ কলেজ এর অধ্যাপক বরন চৌধুরী ।
এসময় উপস্হিত ছিলেন প্রবারণা উদযাপন কমিটির আহবায়ক দিলীপ বড়ুয়া, সচিব দিবাকর বড়ুয়া , সমিতির উপদেষ্টা অমর কুমার চাকমা,দেবপ্রিয় চাকমা, সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, শান্তি বিকাশ চাকমা, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন পর সিলেট সিটি কর্পোরেশনর মেয়র মো. আরিফুল হক চৌধুরী অতিথি সহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ সবাইকে নিয়ে সম্প্রীতির ফানুস উত্তোলন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক ও “ধম্মকথা” বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র এর সম্পাদক উৎফল বড়ুয়া।





নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত