সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাগাতিপাড়ায় মাল্টার চাষ
বাগাতিপাড়ায় মাল্টার চাষ

মাহাবুর রহমান, বাগাতিপাড়া প্রতিনিধি :: মাল্টার চাষ এখন নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৷ দেশের মাটিতে মাল্টা চাষ করে চাষিরা অন্য ফসলের চেয়ে একদিকে যেমন বেশী লাভবান হচ্ছে অপরদিকে পুষ্টির ঘার্তি পুরন হচ্ছে ৷ সরেজমিনে জানাযায়, উপজেলার চকগোয়াস, বেগুনিয়া, চন্দ্রখইর সহ বেশ কয়েকটি এলাকায় মোট ১১ টি প্রদর্শনী রয়েছে ৷ প্রত্যকটি প্রদর্শনীর জমির পরিমান প্রায় ১১শতক ৷ কিটনাশক প্রয়োগ ছাড়াই বাগাতিপাড়ায় চাষ কৃত মাল্টা এখন স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পরে রাজধানী ঢাকায় সরবরাহ হচ্ছে ৷ মাল্টা চাষীদের সফলতা দেখে অন্যান্য কৃষকরাও এই ফলের চাষ করার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন ৷ বাগাতিপাড়া উপজেলায় মাল্টা চাষে শুধুমাত্র চাষীদের পাশা পাশি মৌসুমী বেবসায়ী ও ফল বেবসায়ীরাও লাভবান হচ্ছেন ৷ ব্যবসায়ীদের দাবী বিদেশ থেকে আমদানী করা মাল্টার চাইতে খেতে সুস্বাদু তাই বাজারে এর চাহিদা অনেক বেশী৷ কীটনাশক মুক্ত এই ফল বিক্রিতেও কোন ভোগান্তি পোহাতে হয় না চাষীদের ৷
উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের চক্গোয়াস এলাকার মাল্টা চাষী মারুফ ইবনে আবেদিন টনি জানান, আমি আগে এই জমিতে অন্য ফসল করেছি ৷ কিন্তু তাতে লাভ করতে পারিনি৷ বর্তমানে কৃষি অফিসের সহযোগিতায় মাল্টা চাষ করে বেশ ভাল লাভ পাচ্ছি ৷ প্রতিটি মাল্টা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে ৷ আমার জমিতে একচালানেই প্রায় ৬শ’ মাল্টা হয়েছে ৷
কাচামাল ব্যবসায়ী জসিম জানায়, ‘আমি মৌসুমী ফল ব্যবসায়ী আমাদের এলাকা থেকে মাল্টা কিনে ঢাকা সহ বিভিন্ন এলাকাতে বিক্রি করি ৷ তাতে আমার বেশ ভাল লাভ হয় ৷ ‘
তমালতলা বাজারের ফল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আমরা বাহিরের যে মাল্টা বিক্রি করি তা অনেক টক কিন্তু আমাদের এলাকাতে চাষ হওয়া মাল্টাগুলোর সুস্বাদু হওয়ায় ক্রেতার কাছে চাহিদা অনেক বেশী ৷ তাই আমরা দেশী মাল্টা পেলে বাহিরের গুলো কিনিনা ৷ আমরা চাই দেশীয় এই মাল্টা বেশী বেশী চাষ করা হোক ৷ ‘
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ বাবলু কুমার সূত্রধর বলেন, ‘এসডিপি প্রকল্পের অধিনে পরিক্ষা মূলক আমাদের উপজেলাতে ১১টি প্রদর্শনী করা হয়েছে ৷ তার মধ্যে ২টি প্রদর্শনীতে মাল্টা ধরা শুরু হয়েছে ৷ মাটির গুনাগুন ভাল হওয়ায় মাল্টাগুলো খুবই সুমিষ্ ট৷ চাষি মাল্টা বিক্রি করে ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছে এবং অন্যান্য কৃষকরা মাল্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন ৷ আসা করছি আগামিতে এই উপজেলাতে ব্যাপকভাবে মাল্টা চাষ হবে৷ ‘
আপলোড : ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৮ মিঃ





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন