শুক্রবার ● ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » ঈশ্বরদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠিত
ঈশ্বরদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠিত
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মি.) ঈশ্বরদীর সকল পর্যায়ের আইন জীবীদের সমন্বয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা রোডস্থ জাতীয় সাংবাদিক সোসাইটি কার্যালয়ে এ সেল পুনর্গঠন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বিশ্ববাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রিীয় সদস্য ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ। পাবনা জজ কোর্টের পিপি এ্্যাড.আক্তারুজ্জামান মুক্তা সভাপতিত্ব করেন। বক্তব্যদেন,সিনিয়র এ্যাড.রেবাউল হাসান,এ্যাড. মনোয়ার হোসেন স্বপন,এ্যাড.আক্তার হোসেন,এ্যাড.ইসাহক আলী, এ্যাড.একে আজাদ রেন্টু ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সমন্বয়ক হিসেবে জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি তৌহিদ আক্তার পান্না । বক্তারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে কোন সাংবাদিকের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানী মূলক মামলা দায়ের হলে আইন গত সহায়তা দানের আশ্বাস দেন। একই সাথে তারা উন্নত ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়ন ও আইন জীবীদের সহযোগিতা করারও দাবি করেন।
সভায় উপস্থিত সকল আইন জীবীদের মতামতের ভিত্তিতে এ্যাড. কামাল হোসেন, এ্যাড. মনোয়ার হোসেন স্বপন ,এ্যাড.রেবাউল হাসান,এ্যাড.নুরুল ইসলাম গেদা ও এ্যাড.আক্তার হোসেনকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। একই সাথে এ্যাড. আক্তারুজ্জামান মুক্তাকে চেয়ারম্যান, এ্যাড.মকলেছুর রহমান মুকুল বিশ্বাস ও এ্যাড.ইসাহক আলীকে ভাইস চেয়ারম্যান, এ্যাড.একে আজাদ রেন্টুকে সদস্য সচিব,এ্যাড.আরিফ হাসানকে অতিরিক্ত সদস্য সচিব, এ্যাড.তোরাব আলী সরকারকে উপসচিব, এ্যাড. এ্যাড.হেদায়েত উল হককে সাংগঠনিক সচিব, এ্যাড.কামরুল হাসানকে সমাজ কল্যাণ সচিব, এ্যাড. আল আমিনকে তথ্য ও সাংস্কৃতিক সচিব এবং এ্যাড.বেগম আমেনাকে মহিলা বিষয়ক সচিবসহ অন্যন্য আইন জীবীদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়।





দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে