শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস নানা আয়োজনে পালিত
খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস নানা আয়োজনে পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি উদ্্যাপন উপলক্ষে জেলা শহরে র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর নাজমুস সালেহীন সৌরভ, সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন সেদিন।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০