বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহ অফিস :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৪০মি.) ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামী আটক ছিনতাইকারী নাইম নিহত হয়েছে। নিহত নাঈমের (২২) লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ নগরী থেকে আটক করা হয় নিহত ছিনতাইকারীকে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ভোর রাতে নগরীর পাটগুদাম মোড় বালুরমাঠে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে কোতোয়ালী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালায়। শহরের বলাশপুর এলাকায় ছিনতাইাকারীচক্রের সদস্যরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় গুলিতে আহত নাইমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাদের ছোড়া ককটেলে আহত হন দুই পুলিশ সদস্য।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গত ১৯ জানুয়ারি রাতে পাটগুদাম মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল নিহত হয়েছিলেন। এসময় হাতেনাতে আটক হয় সাদ্দাম নামে এক ছিনতাইকারী। পরে তার দেয়া তথ্যে এ ঘটনায় ২৩ জানুয়ারি ছিনতাইকারী নাঈমকে আটক করা হয়।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন