বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহ অফিস :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৪০মি.) ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামী আটক ছিনতাইকারী নাইম নিহত হয়েছে। নিহত নাঈমের (২২) লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ নগরী থেকে আটক করা হয় নিহত ছিনতাইকারীকে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ভোর রাতে নগরীর পাটগুদাম মোড় বালুরমাঠে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে কোতোয়ালী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালায়। শহরের বলাশপুর এলাকায় ছিনতাইাকারীচক্রের সদস্যরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় গুলিতে আহত নাইমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাদের ছোড়া ককটেলে আহত হন দুই পুলিশ সদস্য।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গত ১৯ জানুয়ারি রাতে পাটগুদাম মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল নিহত হয়েছিলেন। এসময় হাতেনাতে আটক হয় সাদ্দাম নামে এক ছিনতাইকারী। পরে তার দেয়া তথ্যে এ ঘটনায় ২৩ জানুয়ারি ছিনতাইকারী নাঈমকে আটক করা হয়।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ