বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সুরমা নদীতে পড়ে অজ্ঞাতনামা ২ পথ শিশুর মৃত্যু
সুরমা নদীতে পড়ে অজ্ঞাতনামা ২ পথ শিশুর মৃত্যু
সিলেট প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) সুরমা নদীতে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা দুই পথ শিশু। সিলেট নগরীর ক্বীন ব্রিজ থেকে অসাবধানতাবসত সুরমা নদীতে পড়ে যায় তারা।
“স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।
ওসি জানান, ব্রিজের রেলিংয়ের উপর অনেক সময় পথশিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। রাতে হঠাৎ ব্রিজের রেলিং থেকে দুই জন সুরমা নদীতে পড়ে যায়।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানান, রাত ১০টার দিকে তাদের ওসমানী মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের বয়স আনুমানিক ১২ এবং ১৪ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
এসব শিশু রিক্সা ঠেলে জীবিকা করতো বলে পুলিশ ধারণা করছে। রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এস আই ফারুক।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে