বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কয়লা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
গাজীপুরে কয়লা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৪মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় কাঠের কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালকা করা হয়েছে। এসময় কয়লা তৈরির ৩৬টি চুল্লি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) চালিয় গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় র্দীঘদিন ধরে চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৩৬টি চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয় হয়।
অভিযান চলাকালে লাকড়ি, পরিত্যক্ত ইট ও কাঠের কয়লা জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া মালামাল এক লাখ ৩২ হাজার টাকায় নিলামে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জোহা, গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-মাহমুদ, পরিদর্শক দিলরুবা আক্তার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ