বুধবার ● ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথের মৃত ছেলে সিলেটে গিয়ে জীবিত
বিশ্বনাথের মৃত ছেলে সিলেটে গিয়ে জীবিত
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.০৮মি.)সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের মৃত ঘেষাণা দেয়ার সুন্দর আলী ওরফে শাহাবুদ্দিন (২০) নামের ছেলেটি সিলেটের ওসমানীতে গিয়ে জীবিত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বিকেল সোয়া ৫টার দিকে সুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন তার মা খয়রুন নেছা ও ছোটভাই জায়েদ আলী। বেঁেচ যাওয়া ছেলেকে একনজর দেখতে তার বাড়িতে এখন লোকের সমাগম। এরআগে সোমবার রাতে বিয়ের জন্য পেট্রোল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আজিজ নগরের সিকন্দর আলীর ছেলে পিকআপ চালক সুন্দর আলী ওরফে শাহাবুদ্দিন।
সিকন্দর আলী জানান, ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়ায় সোমবার রাতে সে পেট্রোল পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে কাদিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিলা আফরিন মিথি তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে জীবিত দেখে দ্রুত চিকিৎসার জন্যে ভর্তি করেন। বিয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গেলে টিএইচওকে না পেয়ে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা ইয়াছমিনকে পান। তার কাছে জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে রাজি হননি।
এ প্রসংগে জানতে চাইলে সাকিলা আফরিন মিথি সাংবাদিকদের জানান, এ ঘটনাটি ভুল বুঝাবুঝি হওয়াতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।





বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী