বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট মেয়রের অভিযানে যুবক-যুবতীসহ আটক-৩
সিলেট মেয়রের অভিযানে যুবক-যুবতীসহ আটক-৩
সিলেট প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক ও এক যুবতীকে আটক করেছে সিটি করপোরেশন (সিসিক) আজ ১৮ এপ্রিল বুধবার বিকেলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে পাঠায় পুলিশ।
আটককৃতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁওয়ের মৃত সুজিত মিয়ার মেয়ে টুনি বেগম (২৩), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০) ও মৌলভীবাজার জেলার মিরপুর গ্রামের গণি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯)।
জানা যায়, সিলেট মহানগরীর ক্বিনব্রিজের নিচ এবং আশপাশ এলাকায় পতিতাবৃত্তি, মদ ও জুয়ার আসর, ছিনতাইসহ নানা আসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযানে নামে সিসিক।
সিলেট নগরীর কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালান মেয়র আরিফ। অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। তবে বাকিরা অভিযান টের পেয়েই পালিয়ে যায়।
কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ বলেন, অভিযানে অসামাজিক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং মদ ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অপরাধের বিরুদ্ধে সিসিক সোচ্চার। যেখানেই অপরাধ হবে, সেখানেই অভিযান চালানো হবে।





ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত